পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিন-সহ 82 টি দেশকে ওষুধ পাঠিয়েছিল ভারত : বিদেশমন্ত্রক - চিনকে কোরোনা মোকাবিলায় ওষুধ পাঠিয়েছিল ভারত

যে দেশগুলিকে অনুদান দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে, চিন, ইজ়রায়েল, ইরান, ইট্যালি, ভুটান, আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, কুয়েতের মতো দেশ ।

ভি মুরলিধরন
ভি মুরলিধরন

By

Published : Sep 22, 2020, 10:12 PM IST

দিল্লি, 22 সেপ্টেম্বর : উদ্ভুত কোরোনা পরিস্থিতিতে 150 টিরও বেশি দেশে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে ভারত । এর মধ্যে 82 টি দেশকে প্রায় 80 কোটি টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী অনুদান দেওয়া হয়েছে । জানালেন বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন ।

যে দেশগুলিকে অনুদান দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে, চিন, ইজ়রায়েল, ইরান, ইট্যালি, ভুটান, আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, কুয়েতের মতো দেশগুলি ।

BJP সাংসদ বিনয় পি সহস্রবুদ্ধে রাজ্যসভায় প্রশ্ন করেছিলেন কতগুলি দেশকে কোরোনা মোকাবিলায় অত্যাবশ্যকীয় ওষুধ পাঠানো হয়েছে । সেই প্রশ্নের উত্তরে আজ এই কথা জানান বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ।

মন্ত্রী বলেন, “ বিদেশমন্ত্রক কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইে বাইরের দেশগুলির সরকারকে প্রয়োজনীয় ওষুধ রপ্তানির অনুমোদনে সহায়তাও করেছে । এছাড়াও, প্যানডেমিক মোকাবিলায় কয়েকটি দেশকে সহায়তা করার জন্য ভারত র‌্যাপিড রেসপন্স মেডিকেল দল পাঠিয়েছিল।”

এরপর সাংসদ জানতে চান, যে দেশগুলিকে সাহায্য করা হয়েছিল, তারা ভারতকে পালটা কোনও সাহায্য় করেছে কি না । উত্তরে মন্ত্রী জানান, জাপান, অ্যামেরিকা, ফ্রান্স, জার্মানি ও ইজ়রায়েলের মতো দেশগুলি থেকে ওষুধের ক্ষেত্রে সাহায্য় পেয়েছে ভারত ।

2015 সাল থেকে প্রধানমন্ত্রী 58 টি দেশে সফর করেছেন যাতে খরচ হয়েছে প্রায় 517.82 কোটি টাকা ।

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসার কথা কবে প্রথম জানানো হয়েছিল কেন্দ্রকে, CPI সাংসদ বিনয় বিস্বমের এই সংক্রান্ত প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী জানান, “দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমেই সফরের দিন চূড়ান্ত করা হয়েছিল । সরকারের থেকে 2020 সালের 11 ফেব্রুয়ারি সফরের বিষয়ে ঘোষণা করা হয়েছিল ।”

এর পরবর্তী প্রশ্ন ছিল ট্রাম্পের সফরসঙ্গীরা প্রত্যেকেই কোরোনা পরীক্ষা করিয়েছিলেন কি না । জবাবে মন্ত্রী জানান, ট্রাম্প যখন ভারত সফরে আসেন, অর্থাৎ 25-25 ফেব্রুয়ারি, সেই সময় বিদেশ থেকে আগতদের কোরোনা পরীক্ষা বাধ্যতামূলক ছিল না । তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 11 মার্চ কোরোনা ভাইরাসকে প্যানডেমিক হিসেবে ঘোষণা করেছিল ।

ABOUT THE AUTHOR

...view details