দিল্লি, 4 ডিসেম্বর : বিদেশমন্ত্রকের তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল ৷ এবার কানাডার হাই কমিশনারকে ডেকে, ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাকগলানো থেকে বিরত থাকতে বলা হল বিদেশমন্ত্রকের তরফে ৷ প্রসঙ্গত, গুরুপূর্ণিমায় কানাডার শিখদের এক অনুষ্ঠানে ভারতের কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগপ্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী ৷ যে ভিডিয়ো বার্তায় শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থন জানান জ়াস্টিন ট্রুডো ৷ সেই ভিডিয়ো পরিপ্রেক্ষিতেই এবার, কানাডার হাই কমিশনারকে ডেকে বিদেশমন্ত্রক সতর্ক করে দিয়ে বলে, ‘‘এমন আচরণ দুই দেশের চুক্তিতে প্রভাব ফেলতে পারে ৷’’
কৃষক আন্দোলন নিয়ে ট্রুডোর মন্তব্য়, ‘প্রভাব পড়তে পারে চুক্তিতে’, কানাডাকে বার্তা ভারতের - কানাডার প্রধানমন্ত্রী
এবার কানাডার হাই কমিশনারকে ডেকে, ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাকগলানো থেকে বিরত থাকতে বলা হল বিদেশমন্ত্রকের তরফে ৷ প্রসঙ্গত, গুরুপূর্ণিমায় কানাডার শিখদের এক অনুষ্ঠানে ভারতের কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগপ্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী ৷
প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে কৃষি আইনের বিরুদ্ধে চলা আন্দোলন নিয়ে ভার্চুয়াল বার্তায় বলেছিলেন, ‘‘ভারত থেকে কৃষকদের আন্দোলনের খবর আসছে ৷ পরিস্থিতি খুবই উদ্বেগের এবং আমরা সবাই পরিবার এবং বন্ধুদের নিয়ে চিন্তিত (কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায়ের পরিবারের উল্লেখ করা হয়েছে) ৷ আপনাদের মনে করিয়ে দিতে চাই যে কানাডা সব সময় শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারকে সমর্থন করে ৷’’ জ়াস্টিন ট্রুডোর এই মন্তব্য়ের সরকারিভাবে প্রতিবাদ জানিয়ে এদিন কানাডার হাই কমিশনারকে ডেকে পাঠানো হয় ৷ সেখানে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘‘ভারতে কৃষকদের আন্দোলন নিয়ে কানাডিয়ান নেতার মন্তব্য় গ্রহণযোগ্য় নয় ৷ এটা সম্পূর্ণভাবে আমাদের অভ্য়ন্তরীণ বিষয় ৷ এমন আচরণ চলতে থাকলে, দু’দেশের দ্বিপাক্ষিক চুক্তিতে তার গুরুতর প্রভাব পড়তে পারে ৷’’
ভারতের অভ্য়ন্তরীণ বিষয়, কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রীকে বার্তা বিদেশমন্ত্রকের
যদিও, বিদেশমন্ত্রকের তরফে আগেই একটি বিবৃতি দেওয়া হয়েছিল এ নিয়ে ৷ সেখানে কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্য়কে ‘অসতর্কিত’ এবং ‘অযৌক্তিক’ বলে সমালোচনা করা হয়েছিল ৷ এমনকি আন্দোলনকারী কৃষকদের তরফেও, কানাডার প্রধানমন্ত্রীর এই মন্তব্য়কে সমর্থন করা হয়নি ৷