পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংঘর্ষ আবহেই আরও স্পাইস-2000 বোমা কেনার পরিকল্পনায় দিল্লি - India China clash 2020

ভারত-চিন সীমান্ত সংঘর্ষ পরিস্থিতি আবহেই এবার অস্ত্রাগার আরও মজবুত করছে দিল্লি । স্পাইস-2000 বোমা পরিকল্পনা ভারতীয় বায়ুসেনার ।

spice
spice

By

Published : Jun 30, 2020, 10:50 PM IST

সংঘর্ষ আবহেই আরও স্পাইস-2000বোমা কেনারপরিকল্পনায় দিল্লি

দিল্লি, 30জুন : প্রতিরক্ষাবাহিনী আরও মজবুতকরতে চায় ভারত । এবার স্পাইস-2000বোমার আরও ভালো সংস্করণ কেনার পরিকল্পনা করছে ভারতীয়সেনাবাহিনী ।

গতবছর বালাকোটে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে এই বোমা বিস্ফোরণ করা হয়েছিল । ভারতীয়বায়ুসেনার আবার এই বোমা মজুতের পরিকল্পনা করেছে । চিন-ভারত সীমান্ত সংঘর্ষের আবহেএই বোমা কেনার কথা ভাবা হয়েছে ।

সর্বভারতীয়এক সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, “ভারতীয় বিমানবাহিনীর কাছে স্পাইস-2000বোমা মজুত রয়েছে । এখন তারা স্পাইস-2000এর মতো আরও অস্ত্র মজুত করে রাখার কথাভেবেছে ।

70কিলোমিটারঅঞ্চলে তার লক্ষ্যকে আঘাত করতে পারে স্পাইস-2000। সেনাবাহিনীর এই নতুন প্রকার অস্ত্রবাঙ্কার এবং আশ্রয়ঘাঁটিও ধ্বংস করতে পারে ।

জরুরীকালীনক্ষমতার আওতায়,মোদিসরকার প্রতিরক্ষা বাহিনীকে আর্থিক ক্ষমতা দিয়েছে । সেক্ষেত্রে তারা500কোটি টাকার নিচে যে কোনও অস্ত্র কিনতেপারবে । এই ক্ষমতার আওতায় স্পাইস-2000বোমা কেনার পরিকল্পনা করেছে ভারতীয়সেনাবাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details