দিল্লি, 1 জানুয়ারি : ভারত ও পাকিস্তানের কাছে যত সংখ্যক পারমাণবিক অস্ত্র মজুত আছে তার তালিকা নিজেদের মধ্যে আদান প্রদান করল দুই দেশ । পারমাণবিক নিরস্ত্রীকরণের চুক্তির অধীনে এই তথ্য দুই দেশ আদান প্রদান করেছে বলে জানায় বিদেশমন্ত্রক ।
মজুত পারমাণবিক অস্ত্রের তালিকা আদান প্রদান ভারত-পাকিস্তানের - মজুত পারমাণবিক অস্ত্রের তালিকা
দিল্লি ও ইসলামাবাদের মধ্যে এই তথ্য আদান প্রদান হয়েছে । এই নিয়ে 29তম তালিকা আদান প্রদান করল এই দুই প্রতিবেশী দেশ । 1992 সালের 1 জানুয়ারি প্রথমবারের জন্য এই তালিকা আদান প্রদান করা হয় ।
ভারত-পাক
দিল্লি ও ইসলামাবাদের মধ্যে এই তথ্য আদান প্রদান হয়েছে । এই নিয়ে 29তম তালিকা আদান প্রদান করল এই দুই প্রতিবেশী দেশ । 1992 সালের 1 জানুয়ারি প্রথমবারের জন্য এই তালিকা আদানপ্রদান করা হয় ।
আজ বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এই বিষয়ে জানানো হয় । বিবৃতিতে জানানো হয়, 'ভারত ও পাকিস্তানের মধ্যে যে পারমাণবিক নিরস্ত্রীকরণের চুক্তি হয়েছিল তার ভিত্তিতেই আজ এই তালিকা আদান প্রদান করা হচ্ছে ।' 1988 সালের 31 ডিসেম্বর দুই দেশের মধ্যে এই চুক্তি হয় ।