পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা সংক্রমণ : রাশিয়াকে ছাড়িয়ে তিনে ভারত - ভারতে কোভিড 19 আপডেট

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী মোট কোরোনা আক্রান্তের নিরিখে রাশিয়াকে ছাপিয়ে তিন নম্বরে উঠে এল ভারত । প্রথমে রয়েছে অ্যামেরিকা । দ্বিতীয় ব্রাজ়িল ।

কোরোনা ভাইরাসের খবর
কোরোনা ভাইরাসের খবর

By

Published : Jul 5, 2020, 11:28 PM IST

দিল্লি, 5 জুলাই : কোরোনা সংক্রমিতের নিরিখে এবার রাশিয়াকে টপকে গেল ভারত । বিশ্বের কোরোনায় আক্রান্ত দেশগুলির মধ্যে সবথেকে খারাপ অবস্থায় থাকা দেশগুলির তালিকায় তিন নম্বরে উঠে এল ভারত । বিভিন্ন রাজ্যগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধে পর্যন্ত দেশের মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 6 লাখ 90 হাজার ছাড়িয়েছে । অন্যদিকে অ্যামেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ায় মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 6 লাখ 81 হাজার 251 ।

লকডাউন শিথিল হতে শুরু হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে দেশের কোরোনা সংক্রমিতের সংখ্যা । একদিনে নতুন করে সংক্রমিতের সংখ্যা প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে । আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, 25 হাজার ছুঁই ছুঁই ছিল দেশের একদিনে কোরোনায় আক্রান্তের সংখ্যা । মারা গেছে 613 জন । জানুয়ারিতে যখন দেশে প্রথম কোরানার হদিস মিলেছিল, তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত এটিই এখনও পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে 19 হাজার 268 জনের মৃত্যু হয়েছে । লকডাউন শিথিল হওয়ার পাশাপাশি পশ্চিম ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির কারণেও কোরোনার সংক্রমণ এই ব্যাপক হারে বেড়েছে বলে মনে করছে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ ।

সবথেকে খারাপ পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্রে । আর মহারাষ্ট্রে মোট সংক্রমণের সিংহভাগই হয়েছে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র মুম্বই শহর থেকে । মহারাষ্ট্রে একদিনে সাত হাজারেরও বেশি নতুন সংক্রমণের হদিস মিলেছে । এরপরই একদিনে সবথেকে বেশি সংক্রমণের দিক থেকে রয়েছে তামিলনাড়ু ও দিল্লি । তামিলনাড়ুতে শেষ 24 ঘণ্টায় 4200 জন ভাইরাসে আক্রান্ত হয়েছে । অন্যদিকে দিল্লিতে 2500 জনের শরীরে নতুন করে ভাইরাসের সংক্রমণের খবর সামনে এসেছে ।

দেশের আর্থিক পরিকাঠামো যাতে ভেঙে না পড়ে, তার জন্য দফায় দফায় লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । এখন চলছে আনলক 2 । আনলকের প্রথম পর্যায় থেকেই নতুন করে সংক্রমিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে । আনলক শুরু হতেই একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে । তবে এখনও বন্ধ রয়েছে স্কুল, কলেজ, মেট্রো রেল, সিনেমা হল, জিম ও সুইমিং পুল । পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিষেবাও এখনও চালু হয়নি । বন্ধ রয়েছে জমায়েত । বাইরে বেরোলেই বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার । দোকানপাটগুলিতেও মেনে চলতে হচ্ছে সামাজিক দূরত্ব । এরপরও প্রতিদিনই সংক্রমণের নিরিখে নতুন রেকর্ড তৈরি হচ্ছে দেশে ।

ABOUT THE AUTHOR

...view details