দিল্লি, 1 জানুয়ারি : দায়িত্ব নেওয়ার পর নতুন সেনাপ্রধান চিন সীমান্তে বিশেষ নজরদারির কথা উল্লেখ করলেন ৷ লেফটেন্যান্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে আজ বলেন, "চিন সীমান্তের প্রতিরক্ষায় ভারতের বিশেষ নজর দেওয়া উচিত । যে কোনও রকম পরিস্থিতির মোকাবিলার ক্ষমতা ভারতীয় সেনার রয়েছে ।"
সেনা প্রধান হওয়ার পর আজ প্রথম গার্ড অফ অনার নেন নারাভানে । তারপর তিনি সাংবাদিকদের বলেন, "ভারত তার পশ্চিম সীমান্তের প্রতিরক্ষায় বেশি নজর দেয় । কিন্তু উত্তর সীমান্তেও সমান নজর দেওয়া উচিত । " চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, "সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব । "