দিল্লি, 27 জুলাই : কলকাতা, মুম্বই ও নয়ডায় ICMR-এর অত্যাধুনিক কোরোনা পরীক্ষার ল্যাবরেটরি প্রস্তুত করা হয়েছে । এই ল্যাবরেটরি তিনটির আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । উদ্বোধনের ভার্চুয়াল অনুষ্ঠানে ছিলেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রীও ।
কোরোনা ভাইরাসের টেস্ট করার জন্য নতুন যন্ত্র কোভাস-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । ঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য আজ ভারত বিশ্বের অনেক দেশের তুলনায় ভালো জায়গায় আছে । আজকের ভার্চুয়াল অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী ।
তিনি বলেন, "ঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য অন্য দেশগুলির তুলনায় ভালো জায়গায় আছে ভারত । প্রথম সারির অনেক দেশের তুলনায় আমাদের দেশে (কোরোনায়) মৃত্যু হার অনেক কম এবং সুস্থতার হার অনেকটাই বেশি ।"
দেশের প্রতিটি মানুষের সুস্থতা যে এখন প্রথম লক্ষ্য, তা আজ আরও একবার জানিয়ে রাখলেন প্রধানমন্ত্রী । "দেশে 11 লাখেরও বেশি বিশেষ আইসোলেশন বেড রয়েছে । ল্যাবরেটরি রয়েছে 1300 টি । প্রতিটি দেশবাসীর সুরক্ষাই প্রধান লক্ষ্য । "