লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হওয়ার পর আজ 100 দিন পূর্ণ করল মোদি সরকার ৷ বিগত এই তিন মাসে ভারতে সঙ্গে বৈদেশিক সম্পর্ক ঠিক কতদূর এগিয়েছে, এছাড়াও মোদি সরকার ঠিক কী কী সিদ্ধান্ত নিল ? তা দেখে নেব একনজরে ৷
কূটনীতিকদের মতে এই সরকার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷ যার শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের 370 ধারা বাতিল দিয়ে ৷ এরপর এক এক করে ভারতীয় বায়ুসেনায় (IAF)-র রাফাল যুদ্ধবিমানকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা হোক কিংবা কুলভূষণ যাদব মামলার আন্তর্জাতিক বিচার আদালতের রায় হোক দ্বিতীয়বারের মোদী সরকার কঠোর ও জোরালো পদক্ষেপ নিতে পিছপা হয়নি ৷
- 370 ধারা প্রত্যাহার
370 ধারা প্রত্যাহার নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে উত্থাপনের চেষ্টা করলেও সবই এখনও পর্যন্ত ভারতের পক্ষে ৷ ইসলামাবাদের পক্ষে একমাত্র চিন থাকলেও রাশিয়া, ফ্রান্স, অ্যামেরিকা, সংযুক্ত আরব আমিরশাহী ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দেশগুলি 'কাশ্মীর ইশু ভারতের অভ্যন্তরীণ বিষয়' বলে পাশে দাঁড়িয়েছে ৷
অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ৷ ফ্রান্সের বিয়ারিৎজে G - 7 সামিটে স্বীকার করে নেন কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের বিষয়টি সম্পূর্ণ দ্বিপাক্ষিক ৷
- রাফাল ইশু
রাফাল চুক্তি নিয়ে বহু জলঘোলা হওয়ার পর অবশেষে সেপ্টেম্বরে প্রথম ফাইটার জেট পেতে চলেছে ভারত ৷ অগাস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের পর একথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ৷