পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"যারা দেশের অখণ্ডতার দিকে চোখ তুলে তাকাতে চায়, তাদের ভাবা দরকার" - Rajnath Singh

ভারত-ফ্রান্স আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন । সেই কারণেই এই রাফাল বিমান ভারতে এসেছে । টুইটে জানালেন রাজনাথ সিং ।

রাফাল যুদ্ধবিমান
রাফাল যুদ্ধবিমান

By

Published : Jul 29, 2020, 4:35 PM IST

Updated : Jul 29, 2020, 6:48 PM IST

দিল্লি, 29 জুলাই : ভারতের মাটি স্পর্শ করল রাফাল । হরিয়ানার আম্বালা বিমানঘাঁটিতে ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে প্রথম দফার পাঁচটি রাফাল যুদ্ধবিমান । আম্বালায় বিমানঘাঁটির রানওয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । লেখেন, "যারা দেশের অখণ্ডতার দিকে চোখ তুলে তাকাতে চায়, তাদের ভাবা দরকার" ।

টুইটে তিনি জানান, "আম্বালায় পাখিরা সফলভাবে অবতরণ করেছে । রাফাল যুদ্ধবিমানের অবতরণ আমাদের সামরিক শক্তির ইতিহাসে নতুন অধ্যায় শুরু করবে । এই বহুমাত্রিক ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমানগুলি ভারতের বায়ুসেনাকে আরও শক্তিশালী করবে ।"

অন্য এক টুইটে তিনি শুভেচ্ছা জানান ভারতীয় বায়ুসেনাকে । লেখেন "আমি নিশ্চিত যে, 17 স্কোয়াড্রন, দ্য গোল্ডেন অ্যারোজ়, তাঁদের মূলমন্ত্র "উদয়ম অজস্রম" পালনে অবিরত থাকবে । আমি অত্যন্ত খুশি যে, সঠিক সময়ে বায়ুসেনার সামরিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে ।"

রাজনাথ সিং জানিয়েছেন, ভারত-ফ্রান্স আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন । সেই কারণেই এই রাফাল বিমান ভারতে এসেছে । তাঁর সাহসিকতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ধন্যবাদ ।

পাশাপাশি, উদ্ভুত কোরোনা পরিস্থিতির মধ্যেও সময়মতো রাফাল ও প্রয়োজনীয় অস্ত্র ভারতের হাতে তুলে দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের প্রশাসন, ডাসাল্ট অ্যাভিয়েশন ও ফ্রান্সের অন্যান্য জড়িত সংস্থাগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন ।

প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, এই বিমানগুলি খুব দ্রুতগতিতে আকাশে উড়তে পারে । পাশাপাশি এগুলির অস্ত্রসম্ভার, ব়্যাডার, সেন্সর ও অন্যান্য ইলেকট্রনিক ক্ষমতাও বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিসমৃদ্ধ । এই রাফাল বিমান ভারতের মাটিতে এসে পৌঁছানোয় বায়ুসেনার শক্তি অনেকটাই বেড়েছে । ফলে, আমাদের দেশের উপর যে কোনও রকমের তর্জন-গর্জন বাধা দেওয়া যাবে ।

বায়ুসেনার যাবতীয় প্রয়োজনীয়তা পূরণ করবে, তা নিশ্চিত হওয়ার পরেই রাফাল কেনা হয়েছে বলে জানান তিনি । এই বিষয়ে যেসব ভিত্তিহীন অভিযোগগুলি উঠেছিল, তার জবাব আগেই দেওয়া হয়েছে ।

তিনি আরও জানান, "যদি এরপরেও কেউ বায়ুসেনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, তবে তারা দেশের অখণ্ডতার পক্ষে ক্ষতিকারক । যারা দেশের অখণ্ডতার দিকে চোখ তুলে তাকাতে চায়, তাদের এবার ভাবা দরকার"

Last Updated : Jul 29, 2020, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details