- গুজরাতের সবরমতী স্টেশন থেকে যাত্রীদের নিয়ে নিউ দিল্লি রেলস্টেশনে পৌঁছাল স্পেশাল ট্রেন ৷
লকডাউনের 50 দিন : প্রসবের পর 150 কিলোমিটার হাঁটলেন মহিলা - confirm cases in India
coronavirus outbreak
08:01 May 13
দিল্লি, 13 মে : লকডাউনের আজ 50 দিন ৷ দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
08:00 May 13
- শ্রমিক স্পেশাল ট্রেনে তেলাঙ্গানা থেকে ঝাড়খণ্ড ফেরা শ্রমিক কোরোনা পজ়িটিভ ৷
07:55 May 13
- 1000-এর বেশি যাত্রী নিয়ে মহারাষ্ট্রের পুনে থেকে যোধপুর পৌঁছাল শ্রমিক স্পেশাল ট্রেন ৷
07:19 May 13
একনজরে দেশের কোরোনা পরিস্থিতি...
- লকডাউনের মাঝে মহারাষ্ট্রের নাসিক থেকে হেঁটে মধ্যপ্রদেশের সাতনায় বাড়ি যাচ্ছিলেন এক গর্ভবতী। তিনি ভিনরাজ্যে কর্মরত শ্রমিক ৷ রাস্তাতেই সন্তান প্রসব করেন তিনি ৷ তাঁর স্বামী জানান, সন্তানের জন্ম দেওয়ার পর আমরা দু'ঘণ্টা বিশ্রাম করি, তারপর আবার প্রায় 150 কিলোমিটার হেঁটেছি ৷
Last Updated : May 13, 2020, 10:47 AM IST