- আজ পঞ্জাবের অমৃতসর থেকে 305 জনকে নিজেদের দেশে ফেরাবে ব্রিটিশ এয়ারওয়েজ় ৷
লকডাউনের 47 দিন : মালদ্বীপ-সহ পাঁচটি দেশে চিকিৎসক দল পাঠাল ভারত - confirm cases in India
13:52 May 10
দিল্লি, 10 মে : লকডাউনের আজ 47তম দিন ৷ দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
13:52 May 10
- 18 CISF জওয়ান নতুন করে কোরোনায় আক্রান্ত ৷ এখন পর্যন্ত মোট 64 জন CISF জওয়ান কোরোনায় আক্রান্ত ৷
13:51 May 10
- দিল্লি থেকে 1190 যাত্রীকে নিয়ে মধ্যপ্রদেশের ছত্রপুর রেল স্টেশনে পৌঁছাল শ্রমিক স্পেশাল ট্রেন ৷
13:49 May 10
- কোরোনা রোগীদের চিকিৎসার জন্য স্টেডিয়ামকে স্বাস্থ্যকেন্দ্রে পরিণত করল জম্মু ও কাশ্মীর প্রশাসন ৷
13:48 May 10
- দিল্লিতে প্রায় সাত হাজার মানুষ কোরোনায় আক্রান্ত ৷ এঁদের মধ্যে প্রায় 1,500 জন হাসপাতালে চিকিৎসাধীন ৷ 27 জন ভেন্টিলেশনে আছেন : কেজরিওয়াল ৷
13:48 May 10
- দিল্লিতে এখন পর্যন্ত যত মৃত্যু হয়েছে তাঁর মধ্যে 82 শতাংশ মৃত্যু হয়েছে 50 বছরের বেশি বয়সিদের ৷ জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷
13:46 May 10
- নৌ-সেনার জাহাজে মালদ্বীপ, মরিশাস, মাদাগাসকার সহ মোট পাঁচটি দেশে কোরোনা চিকিৎসায় দুটি মেডিকেল টিম, প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় খাবার সামগ্রী পাঠাল ভারত ৷
12:12 May 10
- এয়ার ইন্ডিয়ার পাঁচজন পাইলট কোরোনা পজ়িটিভ
12:08 May 10
- গতকাল 49 জনের শরীরে কোরোনা সংক্রমণ পাওয়া যায় ৷ তার মধ্যে 44 জন শ্রমিক যাঁরা ভিনরাজ্য থেকে ফিরেছিলেন, জানিয়েছেন বিহারের মুখ্য স্বাস্থ্য সচিব ৷
12:06 May 10
- অন্ধ্রপ্রদেশের চিত্তরে রাজ্যে ফেরানোর দাবি জানিয়ে বিক্ষোভ শ্রমিকদের ৷ তাঁদের মধ্যে বেশির ভাগ শ্রমিক পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের ৷
12:06 May 10
- আজ বেঙ্গালুরু থেকে জম্মু ও কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেবে শ্রমিক স্পেশাল ট্রেন ৷
12:06 May 10
- আট মে রাত 12 টা থেকে 9 মে রাত 12 টা পর্যন্ত দিল্লিতে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে 381 জন ৷ পাঁচজনের মৃত্যু হয়েছে ৷
12:05 May 10
- কলকাতায় পাঁচটি কোরোনা হাসপাতালে কোরোনা রোগীদের চিকিৎসায় নজরদারি ও পর্যবেক্ষণ চালানোর জন্য পাঁচটি দল গঠন করল পশ্চিমবঙ্গ সরকার ৷
12:04 May 10
- 20 কামড়ার ট্রেন শ্রমিকদের নিয়ে সুরাত থেকে প্রয়াগরাজ যাচ্ছিল ৷ কিন্তু জবলপুর থেকে 30 কিমি দূরে ইঞ্জিন থেকে ট্রেনের কামড়া আলাদা হয়ে যায় ৷ তবে আবার কামড়াগুলি জোড়া দিয়ে যাত্রা পুনরায় শুরু করা হয়েছে : ভারতীয় রেলওয়ে ৷
12:04 May 10
- অন্ধ্রপ্রদেশে নতুন করে কোরোনা আক্রান্ত 50 ৷ সেখানে চিকিৎসাধীন মোট আক্রান্তের সংখ্যা 1980 ৷
12:03 May 10
- কয়লা উপর 4140.21 কোটি টাকা অতিরিক্ত আদায়ের দাবি জানিয়ে কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ যোশিকে চিঠি লিখেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ৷
12:03 May 10
- মহারাষ্ট্রে 786 পুলিশকর্মীকে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ৷ যাঁদের মধ্যে 703 জন চিকিৎসাধীন ৷
12:02 May 10
- বন্দে ভারত প্রকল্পে আজ ফিলিপিন্স থেকে ভারতীয়দের মুম্বইয়ে নিয়ে আসছে এয়ার ইন্ডিয়ার বিমান ৷
12:02 May 10
- পটনায় বিহার মিলিটারি পুলিশ ক্যাম্পের এলাকাকে কোরোনা হটস্পট ঘোষণা করল সেখানকার প্রশাসন ৷ এখন পর্যন্ত সেখানে পাঁচ বিহার মিলিটারি পুলিশ জওয়ানের কোরোনা সংক্রমণ ধরা পড়েছে ৷
12:02 May 10
- হিমাচলপ্রদেশে নতুন করে দুইজন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ এনিয়ে সেখানে মোট 54 জন কোরোনা আক্রান্ত চিকিৎসাধীন ৷
12:01 May 10
- দ্বিতীয় বারের জন্য 243 জন যাত্রীকে নিয়ে সিঙ্গাপুর থেকে মুম্বই-এর উদ্দেশে রওনা দিল এয়ার ইন্ডিয়ার বিমান ৷
12:01 May 10
- জাহাজে 698 জন ভারতীয়কে মালদ্বীপ থেকে দেশে ফিরিয়ে আনল ভারতীয় নৌ-বাহিনী ৷ তাঁদের মধ্যে রয়েছেন 19 জন গর্ভবতীও ৷
12:01 May 10
- রাজস্থানে নতুন করে 33 জন কোরোনা আক্রান্তের খবর পাওয়া গেছে ৷ এনিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা 3741 ৷ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 107 জনের ৷
12:00 May 10
- দেশে গত 24 ঘণ্টায় মোট 3277 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 128 জনের ৷
12:00 May 10
- দেশে এখন পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 62,939 ৷ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2109 ৷
12:00 May 10
- বিহারে নতুন করে কোরোনা আক্রান্ত 18 ৷ এনিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 629 জন ৷
08:44 May 10
দেশে লকডাউন পরবর্তীতে উৎপাদন শিল্প পুনরায় শুরু করার ক্ষেত্রে নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷
08:38 May 10
এখন পর্যন্ত অ্যামেরিকা থেকে দেশে ফিরতে চেয়ে প্রায় 25000 মানুষ আবেদন জানিয়েছেন, জানালেন অ্যামেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত টিএস সাধু ৷
08:12 May 10
- অ্যামেরিকার স্যান ফ্রান্সিসকো থেকে ভারতীয়দের ফিরিয়ে আনবে এয়ার ইন্ডিয়ার বিমান ৷ অ্যামেরিকা থেকে ভারতীয়দের দেশে ফেরাতে এটাই প্রথম বিমান ৷
08:04 May 10
লকডাউনের জেরে দিল্লি-নয়ডা রোডে পরিচয়-পত্র খতিয়ে দেখছে পুলিশ ৷
07:36 May 10
দিল্লি, 10 মে : লকডাউনের আজ 47তম দিন ৷ দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -
- বসতি এলাকার মানুষদের মধ্যে রেশন, মাস্ক, সাবান বিলি করতে নিজেদের বেতন দান করলেন মোরাদাবাদ পুলিশকর্মীরা ৷
07:36 May 10
- ওড়িশায় নতুন করে কোরোনায় আক্রান্ত 58 ৷ সেখানে এখনও পর্যন্ত মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 352 ৷
07:36 May 10
- গতকাল রাতে লন্ডন থেকে প্রবাসী ভারতীয়দের নিয়ে মুম্বই এয়ারপোর্টে ফিরেছে এয়ার ইন্ডিয়ার বিমান ৷
07:25 May 10
- মধ্যপ্রদেশে ট্রাক দুর্ঘটনায় মৃত্যু 5 শ্রমিকের ৷ আহত 11 ৷ তাঁরা ট্রাকে করে হায়দরাবাদ থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিলেন ৷