পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউনের 46 দিন : জম্মু ও কাশ্মীরে কোরোনা আক্রান্ত বেড়ে 836 - confirm cases in India

Covid 19
Covid 19

By

Published : May 9, 2020, 9:33 AM IST

Updated : May 9, 2020, 6:36 PM IST

17:54 May 09

দিল্লি, 9 মে : লকডাউনের আজ 46তম দিন ৷ দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • জম্মু ও কাশ্মীরে মোট কোরোনায় আক্রান্ত সংখ্যা বেড়ে 836 ৷ গতকাল থেকে এখন পর্যন্ত নতুন করে 13 জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে ৷

17:54 May 09

  • কেরালায় নতুন করে কোরোনা আক্রান্ত দুই ৷ দুইজনই সম্প্রতি বিদেশ থেকে ফিরে ছিলেন ৷ এনিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্ত 17 ৷

17:53 May 09

  • স্বরাষ্ট্রমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে ভুয়ো পোস্টের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷

17:52 May 09

  • কোরোনা পরিস্থিতির জেরে 2177 জন বন্দীর অন্তবর্তীকালীন জামিন আরও 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত দিল্লি হাইকোর্টের ৷

17:52 May 09

  • ওড়িশায় নতুন করে আক্রান্ত দুই ৷ সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে 289 ৷

17:52 May 09

  • বেসরকারি হাসপতালে আইসোলেশন বেডের অভাব থাকায় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালকে কোরোনা হাসপাতাল ঘোষণা করল দিল্লি সরকার ৷

17:51 May 09

  • উত্তরপ্রদেশে কোরোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 1800 ৷ 1399 জন সুস্থ হয়েছেন ৷

17:51 May 09

  • এখন পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে 97 টি ট্রেন উত্তরপ্রদেশে পৌঁছেছে ৷ আজ সন্ধ্যার মধ্যে আরও 17 টি ট্রেন আসবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশের অ্যাডিশনাল মুখ্য সচিব ৷

17:50 May 09

  • বাংলাদেশ থেকে 129 জন প্রবাসী ভারতীয়দের নিয়ে দিল্লি এয়ারপোর্টে নামল এয়ার ইন্ডিয়ার বিমান ৷

15:30 May 09

দিল্লি, 9 মে : লকডাউনের আজ 46তম দিন ৷ দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক -

  • লকডাউনের মাঝে অনলাইনে বিক্রি করতে হবে মদ ৷ মাদ্রাজ় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন তামিলনাড়ু সরকারের ৷

15:29 May 09

  • রাজস্থানে নতুন করে কোরোনা আক্রান্ত 76 ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 3655 ৷

15:29 May 09

  • উত্তরাখণ্ডে নতুন করে কোরোনায় আক্রান্ত চার ৷ সেখানে মোট আক্রান্ত 67 ৷

15:29 May 09

  • সারা দেশ থেকে নিজের রাজ্যে ফিরতে চেয়ে দিল্লির কন্ট্রোল রুমে সারাদিনে 2000 থেকে 2500 ফোন আসছে পরিযায়ী শ্রমিকদের ৷

15:28 May 09

  • লন্ডন থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এয়ার বিমান ৷ যাত্রীদের স্ক্রিনিং চলছে এয়ারপোর্টে ৷

15:27 May 09

  • গত 24 ঘণ্টায় CISF-র আরও 13 জন জওয়ান কোরোনায় আক্রান্ত ৷ বর্তমানে মোট 48 জন CISF জওয়ান কোরোনা আক্রান্ত ৷

13:40 May 09

  • গুজরাতের সুরাতে বিক্ষোভে গ্রেপ্তার 55 থেকে 60 জন পরিযায়ী শ্রমিক৷ আটক করা হয়েছে আরও 50 থেকে 60 জনকে ৷ বললেন সুরাতের যুগ্ম পুলিশ কমিশনার ৷

13:40 May 09

  • রাজ্যে ফেরানোর দাবিতে গুজরাতের সুরাতে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের ৷

13:40 May 09

  • অন্ধ্রপ্রদেশে গত 24 ঘণ্টায় 43 টি নতুন কোরোনা সংক্রমণ ও তিনজনের মৃত্যু হয়েছে ৷ সেখানে বর্তমানে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1930 ৷

13:40 May 09

  • পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে একসঙ্গে মিলে কাজ করার পরামর্শ অধীররঞ্জন চৌধুরির ৷

13:39 May 09

  • গতকাল বিকেল 5 টা থেকে আজ দুপুর 12 টা পর্যন্ত কর্নাটকে নতুন করে আক্রান্ত 36 ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 789 ৷

12:07 May 09

  • সব ধরনের সুরক্ষা বজায় রেখে মেট্রোর কাজ পুনরায় শুরু হল কানপুরে ৷

12:07 May 09

  • ভারতে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন 11 দিনে দ্বিগুণ হচ্ছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ৷

12:06 May 09

  • ভারতে কোরোনায় মৃত্যুর হার 3.3 শতাংশের আশপাশে ৷ সুস্থ হয়ে ওঠাৎ হার বেড়ে দাঁড়িয়েছে 29.9 শতাংশ : স্বাস্থ্যমন্ত্রী

12:06 May 09

  • উন্নত দেশের তুলনায় ভারতের পরিস্থিতি অনেক ভালো ৷ আমরা সব থেকে খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত আছি : স্বাস্থ্যমন্ত্রী

12:06 May 09

  • বাংলাদেশ থেকে 129 জন ভারতীয় নাগরিককে আজ দিল্লি নিয়ে আসবে এয়ার ইন্ডিয়ার বিমান ৷

11:36 May 09

  • লকডাউনে পুলিশ নিগ্রহের জেরে 689 জনকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ ৷

11:36 May 09

  • মহারাষ্ট্রে 714 জন পুলিশকর্মী কোরোনা পজ়িটিভ ৷ তাঁদের মধ্যে 648 জনের চিকিৎসা চলছে ৷ 61 জন সুস্থ হয়েছেন ৷ 5জনের মৃত্যু হয়েছে ৷

11:36 May 09

  • কোরোনার জের, 2020 থেকে 2021 শিক্ষাবর্ষে স্কুল ফি বাড়ানো যাবে না ৷ একসঙ্গে সারা বছরের ফি দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের উপর চাপ সৃষ্টি করা যাবে না ৷ জানাল মহারাষ্ট্রের শিক্ষা দপ্তর ৷

11:35 May 09

  • কেন্দ্র ব্যবস্থা করলেও বিশেষ ট্রেনের জন্য আবেদন করছে না পশ্চিমবঙ্গ । মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ৷

11:35 May 09

  • রাজ্যে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে চেয়ারপার্সনদের সঙ্গে বৈঠক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৷

11:35 May 09

  • কোরোনার চিকিৎসা নিয়ে চিকিৎসকদের উপদেশ দিতে আহমেদাবাদ সিভিল হাসপাতালে মিটিং করলেন AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া ৷

11:35 May 09

  • লকডাউন : দিল্লির গাজ়িপুর সীমান্তে পরিচয়পত্র, পাস খতিয়ে দেখছে পুলিশ ৷

11:35 May 09

  • লকডাউনের জেরে কাশ্মীরের রাজৌরিতে বন্ধ থাকা রাস্তা তৈরির কাজ পুনরায় শুরু করল PWD ৷

11:34 May 09

  • কোরোনা আক্রান্তদের হাসপাতাল থেকে ছুটি দেওয়ার ক্ষেত্রে সংশোধিত নীতি জারি করল স্বাস্থ্যমন্ত্রক ৷

11:34 May 09

  • রাজস্থানে গত 24 ঘণ্টায় নতুন করে 57 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এনিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা 3636 ৷

09:26 May 09

  • বন্দে ভারত মিশনের অধীন আজ দেশের বাইরে থেকে ভারতীয়দের ফিরিয়ে আনবে চারটি বিমান ৷

09:26 May 09

  • রাজ্যের অর্থনীতির অচলাবস্থা রুখতে 30 হাজার কোটির প্যাকেজ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর ৷

08:02 May 09

  • দেশে শেষ 24 ঘণ্টায় নতুন করে কোরোনা আক্রান্ত 3320, মৃত্যু হয়েছে 95 জনের ৷
Last Updated : May 9, 2020, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details