দিল্লি, 10 জুন : পাকিস্তানের রণকৌশল পরীক্ষার ওপর নজর রাখছে ভারত । 'হাইমার্ক' কোড নামে অনুশীলনের মাধ্যমে পাকিস্তানের বায়ুসেনা তাদের যুদ্ধবিমান চালাচ্ছে ।
ফের উত্তেজনা ? পাকিস্তান-বায়ুসেনার গতিবিধিতে নজর দিল্লির - ভারতীয় বায়ুসেনা
রাতভর অনুশীলন চালাচ্ছে পাকিস্তানের বায়ুসেনা । পুরো বিষয়ের ওপর নজর রাখছে ভারত ।
ফের উত্তেজনা?পাকিস্তান-বায়ুসেনারগতিবিধিতে নজর দিল্লির
পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, সে দেশের এয়ারস্পেসে বায়ুসেনার কুচকাওয়াজ চলছে । চিনা JF- 17, F-16 এবং মাইরেজ-3s পাকিস্তানের আকাশপথে উড়ছে । দিনের পাশাপাশি রাতেও অনুশীলন চলছে । পুরো বিষয়টি ওপর ভারতীয় বায়ুসেনা নজর রেখেছে । গত বছর ফেব্রুয়ারি মাসে বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল ভারতীয় বায়ুসেনা । সেই ধরনের ঘটনার ভয়ে পাকিস্তান আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখছে বলে সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর ।
গতকাল রাতে করাচির উপরে পাকিস্তানের যুদ্ধবিমান উড়েছে । গত মাসে কাশ্মীরের হান্দওয়ারায় ভারতীয় সেনার এক আধিকারিক শহিদ হন ।