দিল্লি, 24 অক্টোবর : বিশ্ব ব্যাঙ্কের 2020-র সমীক্ষা অনুযায়ী, ব্যবসা করার সুবিধে সূচক (ইজ় অফ ডুইং বিজ়নেস) ভারতের র্যাঙ্ক বেড়েছে ৷ 190 টি দেশের মধ্যে 14 ধাপ এগিয়ে ভারতের বর্তমান র্যাঙ্ক 63 ৷
ভারতের দিল্লি ও মুম্বইয়ের উপর ভিত্তি করে এই সমীক্ষা চালানো হয়েছে ৷ একজন আধিকারিক জানান, বিশ্ব ব্যাঙ্ক তার পরবর্তী সমীক্ষায় দিল্লি, মুম্বই ছাড়াও কলকাতা ও বেঙ্গালুরুকেও সংযুক্ত করবে ৷ এই দুই শহর সংযুক্ত হলে বিশ্ব ব্যাঙ্কের সমীক্ষায় ভারতের র্যাঙ্ক আরও এগিয়ে আসবে ৷
বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে, বিশ্বে যে প্রথম 10টি উন্নয়নশীল অর্থনীতির তালিকা আছে, তার মধ্যে ভারত ও চিনের নেতৃত্ব সফলভাবে সহজে ব্যবসা করার (ডুইং বিজ়নেস) সংস্কারের নীতি প্রয়োগ করেছে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মেক ইন ইন্ডিয়া' ক্যাম্পেনের প্রশংসা করে, বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছে যে, এই প্রকল্পের কেন্দ্রবিন্দুতে যে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, তা দেশের বেসরকারি ক্ষেত্রে সার্বিক প্রতিযোগিতাকে উৎসাহ দিচ্ছে ৷