পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অভিজিতের সাফল্যে ভারত গর্বিত : মোদি - নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর মিটিং

বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে ৷ তাঁর কৃতিত্বে ভারত গর্বিত ৷ তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ৷

বৈঠক

By

Published : Oct 22, 2019, 12:48 PM IST

Updated : Oct 22, 2019, 3:18 PM IST

দিল্লি, 22 অক্টোবর : আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ বৈঠক শেষ প্রধানমন্ত্রী একটি টুইট করেন ৷ টুইটে লেখেন, 'অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে ৷ মানব ক্ষমতায়নের প্রতি তাঁর চিন্তাধারা স্পষ্টভাবে দৃশ্যমান ৷ বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে ৷ তাঁর কৃতিত্বে ভারত গর্বিত ৷ তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ৷ '

এ বছর অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমার ৷ তবে নোবেল জয়ের পর যেমন বাহবা মিলেছে তেমনই তির্যক মন্তব্যও শুনতে হয়েছে ৷ কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, "'এক জন ভারতীয় নোবেল পেয়েছেন । তার জন্য গর্বিত আমরা । তাই বলে ওঁর সঙ্গে একমত হতে হবে এমন নয় । বিশেষত, গোটা দেশ যখন ওঁর ভাবনাকে খারিজ করে দিয়েছে ।'' এরপর পীযূষ বলেন, ''আমার মনে হয়, ওঁর পরামর্শের প্রয়োজন নেই আমাদের ।" শুধু পীযূষ গোয়েলই নন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল পাওয়ার পর থেকেই তাঁর উদ্দেশে একাধিক সমালোচনা ধেয়ে এসেছে গেরুয়া বাহিনীর থেকে ৷ নোবেল জয়ের পর BJP সাংসদ অনন্ত হেগড়ে অভিজিতের তীব্র নিন্দা করেন । বাংলার BJP নেতা রাহুল সিনহা তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ৷ তাঁর প্রতি তির্যক মন্তব্য করেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও ৷ যদিও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এ ভাবে কাটাছেঁড়া করায় মর্মাহত হন তিনি ৷ বলেন, "যেভাবে ব্যক্তিগত জীবন ও কাজের পরিধি নিয়ে প্রশ্ন উঠেছে তা সত্যিই দুর্ভাগ্যজনক ৷" এই প্রেক্ষিতে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে ৷

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অভিজিৎ বলেন, "প্রধানমন্ত্রী আমাকে অনেক সময় দিয়েছেন ৷ ভারত সম্পর্কে তাঁর কী চিন্তা-ভাবনা সে বিষয়ে অনেক কথা হয়েছে ৷ যেটা বেশ অন্যরকম ৷ ধন্যবাদ প্রধানমন্ত্রী ৷ এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ৷ "

Last Updated : Oct 22, 2019, 3:18 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details