পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একদিনে সংক্রমিত 90 হাজারের বেশি, আক্রান্তের সংখ্যা ছাড়াল 41 লাখ

দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 41 লাখ 13 হাজার 812 । মৃত্যু হয়েছে 70 হাজার 626 জনের ৷ মোট সুস্থ হয়ে উঠেছে 31 লাখ 80 হাজার 866 জন ৷

ছবি
ছবি

By

Published : Sep 6, 2020, 9:58 AM IST

দিল্লি, 6 সেপ্টেম্বর : আবারও রেকর্ড সংক্রমণ দেশে । একদিনে কোরোনায় আক্রান্ত হল 90 হাজারেরও বেশি । মৃত্যু হয়েছে 1 হাজার 65 জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে 90 হাজার 633 জন । এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 41 লাখ 13 হাজার 812 জন । সক্রিয় আক্রান্ত 8 লাখ 62 হাজার 320 ৷

সুস্থের সংখ্যাও বেড়েছে ৷ মোট সুস্থ হয়ে উঠেছে 31 লাখ 80 হাজার 866 জন ৷ মোট মৃত্যু হয়েছে 70 হাজার 626 জনের ৷

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 83 হাজার 862 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 21 হাজার 12। মহারাষ্ট্রের পরই সর্বাধিক সংক্রমণ অন্ধ্রপ্রদেশে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 87 হাজার 331। সক্রিয় আক্রান্ত 1 লাখ 880 ।

আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই তামিলনাড়ুও । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 57 হাজার 697 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত 51 হাজার 583 ৷ সংক্রমণ বাড়ছে কর্নাটক , উত্তরপ্রদেশ , দিল্লিতেও ।

ABOUT THE AUTHOR

...view details