দিল্লি, ১৭ মার্চ : উত্তর আরব সাগরে মোতায়েন করা হল ভারতীয় নৌসেনার বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য সহ একাধিক যুদ্ধ জাহাজ। পাশাপাশি মোতায়েন হয়েছে পারমাণবিক ডুবোজাহাজ আইএনএস চক্র। মূলত আইএনএস বিক্রমাদিত্যকে রক্ষা করতে পারমাণবিক ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আজ নৌসেনার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি হামলার পরে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেই প্রেক্ষিতে উত্তর আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েনে বাধ্য হয়েছে নৌসেনা।
গতবছর তিনহাজারেরও বেশি বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এদিকে পুলওয়ামার পালটা জবাব হিসেবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। তারপর থেকে নিয়মিত জম্মু-কাশ্মীর সীমান্তে একাধিক জায়গায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা। পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এই অবস্থায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় দুই দেশের মাঝে। তখন ভারতের তিন বাহিনীর প্রধান জানিয়ে দিয়েছিলেন, যে কোনও অবস্থার জন্য তাঁরা তৈরি।