পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতীয় আকাশসীমায় নিষিদ্ধ বোয়িং 737 MAX বিমান

ভারতীয় আকাশসীমায় বোয়িং 737 MAX বিমান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল DGCA (ডিরেক্টর জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন)। বিকেল চারটে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে।

By

Published : Mar 13, 2019, 10:37 AM IST

ছবিটি প্রতীকী

দিল্লি, ১৬ মার্চ : ভারতীয় আকাশসীমায় বোয়িং 737 MAX বিমান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল DGCA (ডিরেক্টর জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন)। বিকেল চারটে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে। এদিকে, আজ বিকেল চারটের সময় সব বিমান পরিবহন সংস্থাগুলিকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন অসামরিক বিমান পরিবহন সচিব।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যাত্রী নিরাপত্তাই আমাদের লক্ষ্য। এবিষয়ে আমরা বিশ্বের বাকি বিমান প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে যাত্রী নিরাপত্তা নিয়ে আলোচনা করব। আধুনিকীকরণ এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত বোয়িং 737 MAX বিমানের উড়ান স্থগিত রাখা হবে। পরেই আরও একটি বিবৃতি দিয়ে জানানো হয়, বিকেল ৪টের পর ভারতীয় আকাশসীমায় বোয়িং 737 MAX বিমান নিষিদ্ধ।

১০ মার্চ নাইরোবি যাওয়ার পথে ভেঙে পড়ে ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি বিমান। মৃত্যু হয় ১৫৭ জনের। ওই বিমানটি ছিল বোয়িং কম্পানির 737 Max মডেলের। এরপর একের পর এক দেশ 737 Max মডেলের বিমানের উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

প্রথমে বিমান উড়ান স্থগিতের সিদ্ধান্ত নেয়নি ভারত। বিমান দুর্ঘটনার পর বোয়িং-এর থেকে তথ্য চেয়ে পাঠায় DGCA। গতকাল তারা ঘোষণা করে, যেসব পাইলটের ১০০০ ঘণ্টা ও কো-পাইলটের ৫০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে, তাঁরাই এই বিমানগুলি চালাতে পারবেন। আজ ১৮০ ডিগ্রি ঘুরে 737 Max মডেলের বিমানের উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় DGCA।

ABOUT THE AUTHOR

...view details