দিল্লি, ১৬ মার্চ : ভারতীয় আকাশসীমায় বোয়িং 737 MAX বিমান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল DGCA (ডিরেক্টর জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন)। বিকেল চারটে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে। এদিকে, আজ বিকেল চারটের সময় সব বিমান পরিবহন সংস্থাগুলিকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন অসামরিক বিমান পরিবহন সচিব।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যাত্রী নিরাপত্তাই আমাদের লক্ষ্য। এবিষয়ে আমরা বিশ্বের বাকি বিমান প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে যাত্রী নিরাপত্তা নিয়ে আলোচনা করব। আধুনিকীকরণ এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত বোয়িং 737 MAX বিমানের উড়ান স্থগিত রাখা হবে। পরেই আরও একটি বিবৃতি দিয়ে জানানো হয়, বিকেল ৪টের পর ভারতীয় আকাশসীমায় বোয়িং 737 MAX বিমান নিষিদ্ধ।