নিউ ইয়র্ক, 10 জুলাই : কোরোনা প্যানডেমিক বদলে দিয়েছে যাবতীয় সমীকরণ । কোরোনা পরিস্থিতির মধ্যে থেকেও কীভাবে আরও ভালোভাবে বাঁচা যায় তা নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে পরিকল্পনা । "এই অবস্থায় রাস্তা দুটো । এক যেখানে ছিলাম সেখানে ফিরে যাওয়া, আর নয় তো আরও ভালো, মজবুত ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা ।" ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির ক্লিন এনার্জি ট্রানজিশন সামিটে গতকাল একথা বলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস । সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে ভারতের প্রশংসাও করেন তিনি ।
সামিটে ভারতের উদাহরণ টেনে বলেন, "সৌরবিদ্যুতের ব্যবহার কোরোনা পরবর্তী পৃথিবীতে বিকল্প শক্তি হিসেবে সম্ভাবনাময় । এক্ষেত্রে ভারত খুব ভালো কাজ করছে । অপ্রচলিত শক্তি বেশি কর্মসংস্থান তৈরি করে যা প্রচলিত শক্তির তুলনায় প্রায় তিন গুণ বেশি ।"
প্রসঙ্গত, আজই মধ্যপ্রদেশের রেওয়ায় 750 মেগাওয়াটের সৌর প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এটি এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প ।