পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মনমোহন সিংয়ের মতো প্রধানমন্ত্রীর অভাববোধ করে ভারত : রাহুল - মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্মদিনে শুভেচ্ছাবার্তা রাহুল গান্ধির । লেখেন, মনমোহন সিংয়ের মতো একজন গভীরতা সম্পন্ন প্রধানমন্ত্রীর অভাব বোধ করে ভারত ।

rahul and monmohan
rahul and monmohan

By

Published : Sep 26, 2020, 12:29 PM IST

দিল্লি, 26 সেপ্টেম্বর : ভারত মনমোহন সিংয়ের মতো একজন প্রধানমন্ত্রীর অভাব বোধ করে । প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছায় একথা লিখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । আজ মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । টুইটারে তিনি লেখেন, "মনমোহন সিংজিকে জন্মদিনের শুভেচ্ছা । তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি । "

প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছাবার্তা আসছে রাজনৈতিক মহল থেকে । আজ তাঁর 88 বছর পূর্ণ হল । তাঁকে প্রথম শুভেচ্ছা জানান রাহুল । টুইটারে তিনি লেখেন, "মনমোহন সিংয়ের মতো একজন গভীরতা সম্পন্ন প্রধানমন্ত্রীর অভাব বোধ করে ভারত । তাঁর সততা এবং উৎসর্গ আমাদের প্রত্যেকের অনুপ্রেরণার সূত্র । তাঁকে জন্মদিনের এবং একটি সুন্দর বছরের শুভেচ্ছা জানাই ।"

কংগ্রেসের তরফে মনমোহন সিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো আপলোড করা হয় । শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলও ।

ABOUT THE AUTHOR

...view details