নিউ ইয়র্ক, 18জুন : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদে দুই বছরের জন্য নির্বাচিত হল ভারত ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ভারত ৷ রাষ্ট্রসংঘের 193টি ভোটের মধ্যে 184টি ভোট পায় ভারত ৷ যদিও ভারতের দরকার ছিল মাত্র 128টি ভোট । প্রসঙ্গত, এশিয়া প্যাসিফিক থেকে একমাত্র দেশ হিসেবে 8 বার এই সদস্যপদ অর্জন করল ভারত ৷
ভারত একা নয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে দুই বছরের অস্থায়ী সদস্য পদ অর্জন করল আরও তিনটি দেশ ৷ সেগুলি হল, আয়ারল্যান্ড, মেক্সিকো ও নরওয়ে ৷ 2021-22 সালের জন্য এশিয়া প্রেসিফিক থেকে ভারত নির্বাচিত হল ৷ এই গ্রুপে ভারত ছাড়া অন্য কোনও দেশ আবেদন করেনি ৷