দিল্লি, 23 জুন : ভারতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের আধিকারিক সংখ্যা অর্ধেক করতে বলল কেন্দ্রীয় সরকার ৷ একইভাবে ইসলামাবাদে নিজেদের দূতাবাসে নিযুক্ত আধিকারিক সংখ্যাও অর্ধেক করা হবে ৷ আজ এই ঘোষণা করল বিদেশমন্ত্রক ৷
15 জুন পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই সদস্যকে ইসলামাবাদ থেকে আটক করে পাকিস্তান প্রশাসন ৷ তাঁদের হিট অ্যান্ড রান ও জালনোট কারবারির মিথ্যে মামলায় ফাঁসানো হয় ৷ অভিযোগ, ভারতের ওই দুই আধিকারিকের উপর নির্যাতনও করা হয় ৷ যদিও ভারতের চাপে পড়ে 12 ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেয় পাকিস্তান ৷ এই ঘটনার এক সপ্তাহ পরই আজ ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে দূতাবাসে আধিকারিকদের সংখ্যা অর্ধেক করতে বলা হয় বিদেশমন্ত্রকের তরফে ৷
আজ ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ হায়দার শাহকে ডেকে পাঠান বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ তিনি সৈয়দ হায়দারকে জানান, পাকিস্তান দূতাবাসের আধিকারিকদের কার্যকলাপ নিয়ে ভারত চিন্তিত ৷ কারণ, এই আধিকারিকরা গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত ৷ একই সঙ্গে তারা সন্ত্রাসবাসী সংগঠনগুলির সঙ্গেও যোগাযোগ রেখেছে ৷ যদিও সৈয়দ হায়দার আগে বলেছিলেন যে, ইসলামাবাদে ভারতের দূতাবাস যাতে তাদের কাজ সুষ্ঠুভাবে করতে পারে তার ব্যবস্থা করতে শুরু করেছে পাকিস্তান ৷