দিল্লি, 12 অগাস্ট : সমঝোতা এক্সপ্রেস বন্ধ করেছে পাকিস্তান । এবার পাকিস্তানকে পালটা কড়া বার্তা ভারতের । দিল্লি থেকেও সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হল । প্রতি রবিবার দিল্লি থেকে আটারি পর্যন্ত চলত ট্রেনটি । তবে গতকাল ট্রেনটি বন্ধ করার ঘোষণা করে ভারতীয় রেল । ভারতীয় রেলের তরফে একটি টুইটে বলা হয়েছে, "লাহোর এবং আটারির মধ্যে চলাচল করা 14607/14608 সমঝোতা এক্সপ্রেস পাকিস্তান বাতিল করেছে । তাই দিল্লি ও আটারির মধ্যে চলাচল করা ট্রেন 14001/14002 বাতিল থাকবে ।"
এর আগে বৃহস্পতিবার পাকিস্তান থেকে ভারতগামী সমঝোতা এক্সপ্রেস ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে ছিল কয়েকঘণ্টা ৷ জানা গেছে, ওইদিন পাকিস্তানের লাহোর থেকে আসার সময় সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা দুপুর 1টা থেকে ওয়াঘা সীমান্তে আটকে পড়েন । কারণ ওই ট্রেনের কর্মীরা ভারতীয় সীমান্ত পর্যন্ত সেটিকে নিয়ে আসতে অস্বীকার করেন । তাঁরা বলেন, ভারতীয় রেলকর্মীরা এসে ট্রেনটিকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যান ৷ পরে পাকিস্তানের রেলমন্ত্রী ট্রেন পরিষেবা বন্ধের কথা জানান ।