পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে 5 লাখ ছাড়াল কোরোনায় আক্রান্তের সংখ্যা

রাজ্যগুলির মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে । একদিনে পাঁচ হাজারেরও বেশি লোক কোরোনায় আক্রান্ত হচ্ছেন । পাশাপাশি পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতেও আজ একদিনে রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে ।

কোরোনা ভাইরাসের খবর
কোরোনা ভাইরাসের খবর

By

Published : Jun 26, 2020, 10:38 PM IST

দিল্লি, 26 জুন : পাঁচ লাখের গণ্ডি পার করল দেশের মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা । একদিনে সংক্রমণের সংখ্যা প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে দেশে । শেষ 24 ঘণ্টায় নতুন করে 17 হাজার 296 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । এখনও পর্যন্ত এটিই দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ । এই নিয়ে লাগাতার সাত দিন দেশে 14 হাজারেরও বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

রাজ্যগুলির মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে । একদিনে পাঁচ হাজারেরও বেশি সংখ্যায় কোরোনার সংক্রমণ ধরা পড়ছে সেখানে । এখনও পর্যন্ত 1 লাখ 52 হাজার 765 জনের শরীরে সংক্রমণের হদিস মিলেছে । পাশাপাশি পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতেও আজ একদিনে রেকর্ড সংক্রমণ ধরা পড়েছে ।

শেষ 24 ঘণ্টায় দেশে 407 জনের মৃত্যুর খবর সামনে এসেছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে 15 হাজার 301 জনের মৃত্যু হয়েছে । গোটা বিশ্বের কোরোনা পরিস্থিতির নিরিখে, ভারত এখন চতুর্থ স্থানে রয়েছে । মোট কোরোনা আক্রান্তের দিক থেকে অ্যামেরিকা, ব্রাজ়িল ও রাশিয়ার পরেই রয়েছে ভারত ।

মহারাষ্ট্রে আজ নতুন করে 5024 জনের শরীরে মিলিছে ভাইরাসের হদিস । শেষ 24 ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গেছেন 175 জন । মহারাষ্ট্রে এই মুহূর্তে কোরোনামুক্ত হয়ে ওঠার হার 17 শতাংশ । কোরোনায় মৃত্যুর হার 4.65 শতাংশ । শুধুমাত্র মুম্বইয়ে এখনও পর্যন্ত 72 হাজার 175 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

রাজ্যেরও কোরোনা পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হতে শুরু করেছে । গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে 542 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । এখনও পর্যন্ত এটিই রাজ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ । এ-নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল 16 হাজার 190 ।

যে দশটি দেশে কোরোনা পরিস্থিতি সবথেকে খারাপ, সেগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত । গোটা বিশ্বে এখনও পর্যন্ত 4 লাখ 89 হাজার মানুষ কোরোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন । সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 96 লাখ ছাড়িয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details