পশ্চিমবঙ্গ

west bengal

দেশে আরও কমল দৈনিক সংক্রমণ

By

Published : Dec 7, 2020, 12:23 PM IST

গত 24 ঘণ্টায় দেশে 32 হাজার 981 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 391 জনের ।

ছবি
ছবি

দিল্লি, 7 ডিসেম্বর : দেশে 40 হাজারের নিচেই রইল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে 32 হাজার 981 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 36 হাজার 11 জন ৷ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 96 লাখ 77 হাজার 203 । প্রায় সপ্তাহ খানেক ধরেই কোরোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী ।

রবিবার কোরোনায় মৃত্যু হয়েছে 391 জনের । দেশে এপর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 40 হাজার 573 জনের তা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানা গেছে ।

গত 24 ঘণ্টায় 39 হাজার 109 জন সুস্থ হয়ে উঠেছে । এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 91 লাখ 39 হাজার 901 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 96 হাজার 729 ।

মোট কোরোনা আক্রান্তের নিরিখে দেশে সর্ব প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ । মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা 18 লাখ 52 হাজার 266 জন । সুস্থ হয়ে উঠেছে 17 লাখ 23 হাজার 370 জন । কর্ণাটকে কোরোনায় মোট আক্রান্ত 8 লাখ 93 হাজার 6 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 55 হাজার 750 জন । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 71 হাজার 972 জন, সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 59 হাজার 29 জন ।

ABOUT THE AUTHOR

...view details