পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আফগানিস্তানে সন্ত্রাসবাদী হামলা নৃশংস, তীব্র নিন্দা করল ভারত - ISIS attack in Afghanistan

গতকাল কাবুলের একটি হাসপাতালের প্রসূতি বিভাগে নৃশংস হামলা চালায় জঙ্গিরা । এরপরই নানগাহর প্রদেশে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা চলে । যার জেরে মৃত্যু হয়েছে 38 জনের । ঘটনার দায় স্বীকার করে ISIS ।

ছবি
ছবি

By

Published : May 13, 2020, 11:46 AM IST

Updated : May 13, 2020, 11:51 AM IST

দিল্লি, 13 মে : আফগানিস্তানের তিন জায়গায় জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করল ভারত । গত দু'দিন ধরে আফগানিস্তানের এক হাসপাতালের প্রসূতি বিভাগ, একটি শেষকৃত্যের অনুষ্ঠান ও সেনা চেকপোস্টে পর পর হামলা চালায় ISIS । যার জেরে মৃত্যু হয়েছে 38 জনের । গতকাল এই ঘটনার নিন্দা করে ভারতের বিদেশমন্ত্রক । জানায়, প্রসূতি, সদ্যোজাতসহ নিষ্পাপ সাধারণ মানুষকে এভাবে হত্যা এক নৃশংস ঘটনা ।

গতকাল কাবুলের একটি হাসপাতালের প্রসূতি বিভাগে নৃশংস হামলা চালায় জঙ্গিরা । দুই সদ্যোজাতসহ মৃত্যু হয় 14 জনের । এরপরই নানগাহর প্রদেশে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা চলে । মৃত্যু হয় 24 জনের । জখম হন প্রায় 68 জন । হামলা চলে একটি সেনা চেকপোস্টেও । যেভাবে পর পর হামলা চালানো হয়, তা দেখে অনেকেই আঁচ করতে পারে হামলা ISIS -এর । পরে অবশ্য ঘটনার দায় স্বীকার করে ISIS ।

গতকালই ভারতের বিদেশমন্ত্রকের তরফে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, "দাস্ত-ই বার্চি হাসপাতালে প্রসূতি ও সদ্যোজাতসহ তিন হামলায় নিষ্পাপ মানুষদের এভাবে হত্যা এক নৃশংস ঘটনা । এই ধরনের ঘটনা খুবই হতাশাজনক এবং মানবতাবিরোধী অপরাধ । মৃতের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং চিকিৎসাধীন প্রত্যেকে দ্রুত সুস্থ হয়ে উঠুক এই আশা রাখি ।"

মন্ত্রকের তরফে বিবৃতিতে আরও বলা হয়, এধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের কোনও যৌক্তিকতা থাকতে পারে না । এমন জঘন্য অপরাধ যারা করছে এবং তাতে যারা তাদের মদত দিচ্ছে, তাদের সকলের শাস্তি হওয়া উচিত । কয়েক দশক ধরে এইসব এলাকায় একের পর এক সন্ত্রাসবাদী হামলা ঘটে চলেছে । অগণিত মানুষের প্রাণ গেছে । যার জেরে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাপন । তাই সন্ত্রাসবাদকে সমূলে নিশ্চিহ্ন করে দিতে হবে । আফগানিস্তানে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে ওই দেশের মানুষ, নিরাপত্তারক্ষী ও সরকারের পাশে আছে ভারত ।"

বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, এই পবিত্র রমজান মাস প্রার্থনার । এই মাসে এধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পূর্ণরূপে দমন করার আহ্বান জানাই ।

Last Updated : May 13, 2020, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details