দিল্লি, 31মে : বিশ্বে সবচেয়ে বেশি কোরোনা সংক্রমিত10টি দেশের তালিকায় অষ্টম স্থানে উঠে এলভারত । এর আগে নবম স্থানে ছিল । স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী,আজ সন্ধ্যা পর্যন্ত দেশে কোরোনা আক্রান্তেরসংখ্যা বেড়ে1,85,398। ফলে সংক্রমণে জার্মানিকেও ছাড়িয়ে গেল ভারত । সেখানে কোরোনাআক্রান্তের সংখ্যা1.83লাখ ।
বিশ্বে অ্যামেরিকায় কোরোনা সংক্রমণ সর্বোচ্চ । সেখানে কোরোনাআক্রান্তের সংখ্যা18লাখের বেশি । ব্রাজ়িলে কোরোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের উপরে। রাশিয়ায় সংক্রমিত চার লাখের বেশি মানুষ ।
স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী,আজ সকাল পর্যন্ত দেশে নতুন করে কোরোনাআক্রান্ত হয়েছিলেন8,380জন । একদিনের রেকর্ডে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ।24ঘণ্টায় মৃত্যু হয়েছে193জনের । আজ সকাল পর্যন্ত মৃতের সংখ্যা5000ছাড়িয়েছে ।
সন্ধ্যায় প্রকাশিত তথ্য অনুযায়ী,দেশে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত1,85,398। সুস্থ হয়েছেন86হাজারের বেশি সংখ্যক মানুষ ।
গত তিনদিনে দেশে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে । এর ফলে এক ধাক্কায়বেড়েছে আক্রান্তের সংখ্যা । স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী,মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়েবেশি । আজ সকাল পর্যন্ত সেখানে মোট আক্রান্ত65,168। এরপরেই রয়েছে তামিলনাড়ু এবং দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে21,184এবং18,549।