পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ পঞ্চম দফার বৈঠকে ভারত-চিন সেনা - চিন

সীমান্ত সমস্যা নিয়ে ভারত ও চিনের সেনা আধিকারিকরা চারবার বৈঠক করেছেন ৷ আজ ফের পঞ্চম দফার বৈঠক হতে চলেছে দু’পক্ষের মধ্যে ৷

Indo-china corps commander level talks
ভারত ও চিন সীমান্ত সমস্যা

By

Published : Aug 2, 2020, 10:27 AM IST

দিল্লি, 2 অগাস্ট : ভারত ও চিনের মধ্যে পঞ্চম দফায় সেনা পর্যায়ের বৈঠক হতে চলেছে ৷ আজ সকাল 11টা নাগাদ প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা ভূখণ্ড মল্ডোয় বৈঠক হবে ৷ বৈঠকে ফোর ফিঙ্গার এলাকা থেকে চিনা সেনা সরানোর দাবি তুলতে পারে ভারত ৷

প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা ও ভারতীয় সেনার সংঘর্ষের পর দু’তরফে সেনা আধিকারিকরা উচ্চ পর্যায়ের বৈঠক করনে ৷ চারবার দুই দেশের সেনা আলোচনায় বসে ৷ জুনের 6, 22, 30 এবং জুলাইয়ের 14 তারিখে বৈঠক হয় ৷ লাদাখের গালওয়ান ভ্যালি ও সংলগ্ন এলাকায় ভারত-চিনা সেনা সংঘর্ষ নিয়ে আলোচনায় বসেন দু’দেশের সেনা আধিকারিকরা ৷ ভারত বার বার বলে আসছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দু’পক্ষের অবস্থান বজায় রাখা উচিত ৷ গত বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, সীমান্ত থেকে চিন এখনও সেনা সরিয়ে নেয়নি ৷ যদিও চিন দাবি করেছে, তারা প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা সরিয়ে নিয়েছে ৷ চতুর্থ দফার বৈঠকের পর ভারত ও চিন সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয় ৷ তবে এই বিষয়টি জটিল ও এর উপর ক্রমাগত নজর রাখা প্রয়োজন ৷

সীমান্ত সমস্যার খবর প্রকাশ্যে আসে মে মাসের শুরুর দিকে । চিন নিজেদের LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-র পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করেছিল । এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে LAC-র পাশের নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করে । কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা । রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । এর জেরে লাদাখের তিন জায়গায় মুখোমুখি হয় দুই দেশের সেনা । ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা । এরপর মে মাসের তৃতীয় সপ্তাহে পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ গেছিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে । পরে সীমান্ত সমস্যা নিয়ে নর্দার্ন কম্যান্ডের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন । এর কয়েকদিন পরই সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় ধরে তিন সেনা প্রধানের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

ABOUT THE AUTHOR

...view details