দিল্লি, 11 জুন : পূর্ব লাদাখের বর্তমান সমস্যা নিয়ে কোনওরকম সমাধান না পাওয়া পর্যন্ত সামরিক আলোচনা চালিয়ে যেতে চায় ভারত ও চিন ৷ লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও প্রচুর পরিমানে সেনা মোতায়েন করে রেখেছে চিন ৷
সূত্রের খবর, বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকের পর চুশুলে আরও কয়েকদিন ধরে বিভিন্ন পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এই সমস্ত নির্দিষ্ট অঞ্চলে তৈরি হওয়া সমস্যার জন্য কোনও সমাধান না পাওয়া পর্যন্ত এই বৈঠকগুলি চলতে থাকবে বলে মনে করা হচ্ছে ৷
গালওয়ান অঞ্চলের প্যাট্রলিং পয়েন্ট 14, প্যাট্রলিং পয়েনেট 15 (114 ব্রিগেড এরিয়া) ও প্যাট্রলিং পয়েন্ট 17 (হট স্প্রিংস এরিয়া)-তে তৈরি সমস্যার সমাধান নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে ৷
গতকাল দুই দেশের মেজর জেনেরাল বৈঠক করেন ৷ এরপর ব্রিগেড ও ব্যাটেলিয়ন লেভেলেও বৈঠক হবে বলে মনে করা হচ্ছে ৷ মিলিটারি কমান্ডারদের বৈঠকের পর গতকাল মেজর জেনেরালরা বৈঠক করেন ৷ 6 জুন 14 কর্পসের কমান্ডার লেফটেন্যান্ট জেনেরাল হরিন্দর সিং ও চিনের তরফে মাজ জেন লিউ লিন চুশুলে মলদোতে বৈঠক করেন ৷
প্রথম রাউন্ড বৈঠকের পর চিন ও ভারতীয় সেনা গালওয়ান নালা, PP-15 ও হট স্প্রিংস থেকে 2.5 কিলোমিটার সরে আসে ৷ উভয় পক্ষের সন্তুষ্টির জন্য একটি সমাধানের আশায় দুই দেশের তরফে ব্যাটেলিয়ন কমান্ডার লেভেলেও বৈঠক হতে পারে বলে খবর ৷
গতকালই ভারতের তরফে জানানো হয়, ভারতের রাজত্বের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাশে চিনের কামান, ট্যাঙ্ক রেজিমেন্ট সহ 10 হাজার সেনা সরিয়ে নিলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে ৷
সীমান্ত সমস্যার খবর প্রকাশ্যে আসে মে মাসের শুরুর দিকে। চিন নিজেদের LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করেছিল । এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে LAC-র পাশের নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করে । কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা । রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । এর জেরে লাদাখের তিন জায়গায় মুখোমুখি হয় দুই দেশের সেনা । ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা ।
মে মাসের তৃতীয় সপ্তাহে পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখ গেছিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে । পরে সীমান্ত সমস্যা নিয়ে নর্দার্ন কম্যান্ডের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন । এর কয়েকদিন পরই সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ সময় ধরে তিন সেনা প্রধানের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । স্থল সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের কাছ থেকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি । আলাদা করে তিন সেনার প্রধানের সঙ্গেও বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী । সেদিনই এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৈঠকে উপস্থিত ছিলেন তিন সেনার প্রধান জেনেরাল বিপিন রাওয়াত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল । এর মাঝে ট্রাম্পের টুইট ঘিরেও বিস্তর জল্পনা শুরু হয় । ভারতের পাশে থাকার আশ্বাস দেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ।