পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাদাখ ইশুতে এখনও ভারত-চিন বৈঠক চলছে

আজ ফের উচ্চ পর্যায়ে বৈঠকে বসেছে ভারত ও চিন ৷ এই বৈঠকে গালওয়ান ভ্যালির সংঘর্ষ নিয়ে আলোচনা হতে পারে ৷

ভারত-চিন
ভারত-চিন

By

Published : Jun 22, 2020, 1:39 PM IST

Updated : Jun 22, 2020, 11:16 PM IST

দিল্লি, 22 জুন : লাদাখ ইশু নিয়ে ফের উচ্চ পর্যায়ে বৈঠকে বসেছে ভারত ও চিন ৷ চিনা সীমান্তে মলডোয় এই বৈঠক চলছে ৷ দুই দেশের কমান্ডাররা এই বৈঠকে অংশ নিয়েছেন ৷

সেনাসূত্রে খবর, গালওয়ান ও ফিঙ্গার এলাকাগুলি-সহ বিভিন্ন ইশু নিয়েই আজ বৈঠকে আলোচনা হবে ৷ এর আগে 6 জুন এই পর্যায়ের বৈঠক হয়েছিল ৷ তারপরই ভারত ও চিন উভয়ই সেখান থেকে নিজ নিজ সেনা সরিয়ে নিতে রাজি হয় ৷

15 জুন চিনা সেনা জওয়ানরা তাঁদের তাঁবু সরিয়ে নিতে না চাওয়ায় ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষ বাধে ৷ এই সংঘর্ষে 20 জন সেনাকর্মী শহিদ হন এবং 76 জন জখম হন ৷ কাঁটা জড়ানো লাঠি ও পাথর দিয়ে ভারতীয় জওয়ানদের উপর হামলা চালানো হয় ৷ সেনাসূত্রে খবর, এই সংঘর্ষে 45 জন চিনা সেনাকর্মী হতাহত হয়েছেন ৷

গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত দিল্লিতে বৈঠক করেন ৷ এছাড়াও বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধান ও বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ বৈঠকে চিনের আগ্রাসনের জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর ৷ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সাড়ে তিন হাজার কিলোমিটার জুড়ে সশস্ত্র সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে ৷

Last Updated : Jun 22, 2020, 11:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details