পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাদাখে শান্তি বজায় রাখতে আলোচনা চালিয়ে যেতে রাজি ভারত-চিন

লাইন অফ অ্য়াকচুয়াল কন্ট্রোলের পশ্চিম সীমান্ত সংঘাত বন্ধ করতে, দুই তরফে গভীর এবং গঠনমূলক মত বিনিময় হয়েছে ৷ আলোচনায় স্থির হয়েছে, দুই দেশের নেতাদের মধ্যে আলোচনায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, তা প্রয়োগ করতে দুই দেশের সেনা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তি তৈরি করা থেকেও বিরত থাকবে ৷

india-china-dialogue-to-resolve-border-dispute-to-continue-mod
লাদাখে শান্তি বজায় রাখতে আলোচনায় রাজি ভারত ও চীন

By

Published : Nov 8, 2020, 6:27 PM IST

দিল্লি, 8 নভেম্বর : সীমান্ত বিরোধ মেটাতে পূর্ব লাদাখে চুশূল সেক্টরে ভারত ও চিনের সামরিক বাহিনীর মধ্যে আলোচনা ৷ যেখানে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য় আলোচনা চালিয়ে যাওয়া ব্য়াপারে সহমত পোষণ করেছে দু’পক্ষ ৷ রবিবার এমনই জানানো হল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ৷ একটি বিজ্ঞপ্তি জারি করে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দুই দেশই সেনা ও কূটনৈতিক স্তরে শান্তিপূর্ণ আলোচনার মাধ্য়মে ও অন্য়ান্য় বিষয়গুলি নিয়ে যোগাযোগ বজায় রাখতে সহমত হয়েছে ৷ যাতে যৌতভাবে সীমান্তে শান্তি বজায় রাখা সম্ভব হয় ৷

মন্ত্রকের তরফে নির্দিষ্ট করে এও বলা হয়েছে, লাইন অফ অ্য়াকচুয়াল কন্ট্রোলের (LAC) পশ্চিম সীমান্ত সংঘাত বন্ধ করতে, দুই তরফে গভীর এবং গঠনমূলক মত বিনিময় হয়েছে ৷ আলোচনায় স্থির হয়েছে, দুই দেশের নেতাদের মধ্যে আলোচনায় যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে, তা প্রয়োগ করতে দুই দেশের সেনা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তি তৈরি করা থেকেও বিরত থাকবে ৷ পাশাপাশি আবারও আলোচনায় বসার জন্য় রাজি রয়েছে ভারত ও চিনের সেনা ৷ তবে, এই আলোচনা যেহেতু অচলাবস্থার মধ্যেই শেষ হয়েছে, তাই কোনো দেশই তাদের সেনাবাহিনীকে বর্তমান স্থান থেকে সরাবে না বলে জানানো হয়েছে ৷ শুক্রবার সেনার অষ্টম কর্পস কমান্ডার লেভেলের এই আলোচনা হয় ৷ সেদিন সকাল সাড়া ন’টায় আলোচনা শুরু হয়ে সন্ধে 7টা পর্যন্ত চলেছিল ৷ প্রথমবার ভারতীয় সেনার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন লেফটেন্য়ান্ট জেনেরাল PGK মেনন ৷ এর আগে তিনি দু’টি আলোচনায় অংশ নিলেও তাঁর নেতৃত্বে ছিলেন লেফটেন্য়ান্ট জেনেরাল হরিন্দর সিং ৷ তাঁকে গত মাসে ভারতীয় সেনা অ্য়াকাডেমিতে ট্রান্সফার করা হয়েছে ৷ তাঁকে সেই ক্য়াম্পের ইনচার্জ করা হয়েছে ৷

বিদেশমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি নবীন শ্রীবাস্তবও ভারত ও চিনের মধ্য়ে দ্বিপাক্ষিক আলোচনায় ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ৷ তবে, আলোচনা চলার মাঝেই ভারতীয় সেনার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াত শুক্রবার জানিয়েছিলেন, লাদাখ সীমান্তে পরিস্থিতি এখনও উত্তেজিত রয়েছে এবং চিনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ তিনি আরও বলেন, ভারতীয় সেনাার যোগ্য় জাবাবের কারণে লাদাখে চিনের পিপলস লিবারেশন আর্মি অপ্রস্তুত হয়ে পড়েছে ৷ লাদাখ সীমান্তে দুই দেশের সেনার এই অবস্থানের মাঝে মোট 7 বার আলোচনা হয়েছিল ৷ শুক্রবারের আগে শেষ আলোচনা হয়েছিল অক্টোবরের 12 তারিখ ৷ সেই বৈঠকেও কোনো সমাধানসূত্র পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details