পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সমঝোতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারত - india pakistan relation

৩ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সমঝোতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারত। পুলওয়ামা হামলার পর থেকে এই ট্রেনে যাত্রী চলাচল অনেক কমে গেছে। তাই, এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ফাইল ফোটো

By

Published : Feb 28, 2019, 10:51 PM IST

দিল্লি, ২৮ ফেব্রুয়ারি : অনির্দিষ্টকালের জন্য সমঝোতা এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারত। ৩ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আজ একথা জানান, নর্দান রেলওয়ের PRO।

সূত্রের খবর, পুলওয়ামা হামলার পর থেকে এই ট্রেনে যাত্রী চলাচল অনেক কমে গেছে। তাই, এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যে পাকিস্তানের তরফেও এই ট্রেন বাতিল করা হয়েছে। রেলওয়ের এক আধিকারিক বলেন, "খুব কম যাত্রী হচ্ছে। তাই, এই মুহূর্তে রেল চলাচল বন্ধ করা দরকার। পরিস্থিতি অনুকূলে এলে ফের ট্রেন চালু করা হবে।"

সমঝোতা এক্সপ্রেস প্রথম যাত্রা করে ১৯৭৬ সালের ২২ জুলাই। ট্রেনে ৬টি স্লিপার কোচ ও একটি AC-3 টায়ার কোচ আছে। দিল্লি থেকে ট্রেনটি বুধ ও রবিবার ছাড়ে। লাহোর থেকে ফেরত আসে বৃহস্পতি ও সোমবার।

ABOUT THE AUTHOR

...view details