পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিনা পর্যটকদের ই-ভিসা সাময়িক বাতিল করল ভারত - ই-ভিসা বাতিল

চিনে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইটে জানানো হয়, ‘বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে চিনা পর্যটকদের জন্য ভারতের ই-ভিসা বাতিল করা হচ্ছে৷ চিনে বসবাসকারী অন্যান্য বিদেশীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য৷’ যারা ইতিমধ্যেই ই-ভিসা পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে ভিসার বৈধতা বাতিল করা হবে৷

Corona effect, india cancelled e-visas for chinese
কোরোনার জেরে চিনা পর্যটকদের জন্য বাতিল ই-ভিসা

By

Published : Feb 2, 2020, 5:18 PM IST

Updated : Feb 2, 2020, 7:40 PM IST

বেজিং, 2 ফেব্রুয়ারি : চিন থেকে উৎপত্তি হওয়া কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে । দিন দিন বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে চিনা পর্যটক ও সেদেশে বসবাসকারী বিদেশিদের অনলাইন ভিসা দেওয়া সাময়িক বাতিল করল ভারত।

ভারতে ইতিমধ্যে দু’জনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে ৷ আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে দেশের বিভিন্ন বিমানবন্দরে চিন ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এবার নতুন সংযোজন, ই-ভিসা ।

চিনে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে টুইটে জানানো হয়, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে চিনা পর্যটকদের জন্য ভারতের ই-ভিসা বাতিল করা হচ্ছে ৷ চিনে বসবাসকারী অন্য বিদেশিদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য ৷ যাঁরা ইতিমধ্যেই ই-ভিসা পেয়ে গেছেন, তাঁদের ক্ষেত্রে ভিসার বৈধতা বাতিল করা হচ্ছে ৷ এর মধ্যে যাঁদের ভারতে যেতেই হবে, তাঁরা যেন বেজিংয়ে ভারতীয় দূতাবাস কিংবা সাংহাই বা গুয়াংহোতে ভারতীয় কনসুলেটে যোগাযোগ করেন ৷ পাশাপাশি এইসব শহরে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ৷

কোরোনার জেরে ইতিমধ্যেই চিনে 300-র বেশি মানুষ মারা গেছেন ৷ 14 হাজার 562 জন আক্রান্ত ৷ বিশ্বের 25টি দেশে এই মুহূর্তে কোরোনা ছড়িয়ে পড়েছে ৷ আজ 323 জন ভারতীয় ও সাতজন মালদ্বীপবাসীকে ইউহান শহর থেকে ভারতে নিয়ে আসা হয়েছে ৷ তার আগে শনিবার 324 জন ভারতীয়কে ইউহান থেকে নিয়ে আসা হয়৷

Last Updated : Feb 2, 2020, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details