পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিচ্ছিন্নতাবাদী নেতাদের আমন্ত্রণ, পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান বয়কট ভারতের - Pakistan High Commission

জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদাতাবাদী নেতাদের আমন্ত্রণ করায় পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান বয়কট করল ভারত।

পাকিস্তানের হাই কমিশনের অফিস

By

Published : Mar 22, 2019, 3:13 PM IST

দিল্লি, ২২ মার্চ : জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদাতাবাদী নেতাদের আমন্ত্রণ করায় পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান বয়কট করল ভারত। সূত্রের খবর, আজ পাকিস্তান হাই কমিশনে আয়োজিত অনুষ্ঠানে কোনও প্রতিনিধিকে পাঠানো হচ্ছে না।

এক সরকারি আধিকারিক এক সংবাদমাধ্যমকে বলেন, "আজ পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ৩০ হুরিয়ত নেতা আছেন। পাকিস্তান সরকার দু'রকমের কথা বলছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। তাই ভারত সরকার সেখানে কোনও প্রতিনিধি পাঠাচ্ছে না।"

পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়। এর মাঝেই এবার পাকিস্তান হাইকমিশন আয়োজিত অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল ভারত।

তবে সূত্রের খবর, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কোনও নেতাই এই অনুষ্ঠানে যোগ দিতে আসছে না। কারণ তাদের মধ্যে কেউ জেলে রয়েছেন আবার কেউ গৃহবন্দী। আর সেখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন এক বিচ্ছিন্নতাবাদী নেতাও।

ABOUT THE AUTHOR

...view details