পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুলভূষণের সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে হবে, পাকিস্তানকে বলল ভারত

দিন কয়েক আগে পাকিস্তানের তরফে জানানো হয়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে পুনরায় আবেদন করতে চাননি কুলভূষণ যাদব । এরপর আজ কুলভূষণের সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে পাকিস্তানকে বলল ভারত ।

kulbhushan
kulbhushan

By

Published : Jul 16, 2020, 2:12 PM IST

দিল্লি, 16 জুলাই : কুলভূষণ যাদবের সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে হবে । পাকিস্তানকে বলল ভারত । দিন কয়েক আগে পাকিস্তানের তরফে জানানো হয়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে পুনরায় আবেদন করতে চাননি কুলভূষণ । তারপরই ভারতের তরফে একথা বলা হল ।

2017 সালের এপ্রিলে প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাকিস্তানের সেনা আদালত । তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদের অভিযোগ ছিল । এরপরই ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (ICJ) আবদেন করা হয় । ভারত অভিযোগ জানায়, কুলভূষণের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না পাকিস্তান । তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশকেও চ্যালেঞ্জ জানানো হয় । পরে মৃত্যুদণ্ডের রায়ে স্থগিতাদেশ দেয় ICJ ।

2019 সালের জুলাইয়ে কুলভূষণের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করার জন্য পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয় । বলা হয়, কোনও দেরি না করে তাঁর সঙ্গে ভারতকে যোগাযোগ করতে দিতে হবে ।

গত সপ্তাহে পাকিস্তানের তরফে জানানো হয়, ইসালামাদ হাইকোর্টে রায় খতিয়ে দেখার জন্য পুনরায় আবেদন করতে অস্বীকার করেছেন কুলভূষণ । যদিও এই কথা মানতে চায়নি ভারত । পাকিস্তানের এই দাবিকে "প্রহসন" বলে উল্লেখ করা হয় । বলা হয়, "নিজের অধিকারকে গুরুত্ব না দেওয়ার জন্য কুলভূষণকে জোর করা হয়েছে । "

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এই বিষয়ে বলেন, "এই মুহূর্তে আমরা আইনি পদক্ষেপ করছি । একজন ভারতীয়র জীবন বাঁচাতে আমরা সবরকম চেষ্টা করব । "

ABOUT THE AUTHOR

...view details