দিল্লি, 16 জুলাই : কুলভূষণ যাদবের সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে হবে । পাকিস্তানকে বলল ভারত । দিন কয়েক আগে পাকিস্তানের তরফে জানানো হয়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে পুনরায় আবেদন করতে চাননি কুলভূষণ । তারপরই ভারতের তরফে একথা বলা হল ।
2017 সালের এপ্রিলে প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণের মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাকিস্তানের সেনা আদালত । তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদের অভিযোগ ছিল । এরপরই ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (ICJ) আবদেন করা হয় । ভারত অভিযোগ জানায়, কুলভূষণের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না পাকিস্তান । তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশকেও চ্যালেঞ্জ জানানো হয় । পরে মৃত্যুদণ্ডের রায়ে স্থগিতাদেশ দেয় ICJ ।