দিল্লি, ৭ মার্চ : বাজারে এবার কুড়ি টাকার কয়েন আসতে চলেছে। গতকাল অর্থমন্ত্রকের তরফে একথা ঘোষণা করা হয়। ১২ বাহুবিশিষ্ট বহুভুজের মতো দেখতে হবে এই কুড়ি টাকার কয়েন।
এই বিষয়ে একটি নোটিফিকেশনও জারি করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
২৭ মিলিমিটার ব্যাসের ১০ টাকার কয়েনের মতো দেখতে হলেও নতুন এই কয়েনের প্রান্তভাগে কোনও চিহ্ন থাকবে না। বাইরের দিকের রিংটিতে থাকবে ৬৫ শতাংশ তামা, ১৫ শতাংশ দস্তা এবং ২০ শতাংশ নিকেল। ভিতরের দিকের অংশে থাকবে ৭৫ শতাংশ তামা, ২০ শতাংশ দস্তা এবং ৫ শতাংশ নিকেল।