পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UPA সরকার সরাতে AAP-কে সমর্থন করেছিল RSS-BJP : রাহুল - ইন্ডিয়া এগেন্স্ট করাপশন মুভমেন্ট

কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং নিজেদের ক্ষমতায় আনতে IAC আন্দোলনে সিংহভাগ সমর্থন ছিল RSS-BJP-এর । প্রশান্ত ভূষণের মন্তব্য জুড়ে প্রাক্তন কংগ্রেস প্রধান আজ টুইট বার্তায় বলেন, "আমাদের যা জানা ছিল, তা AAP প্রতিষ্ঠাতা সদস্যের কথায় নিশ্চিত হলাম ।"

Rahul gandhi
Rahul gandhi

By

Published : Sep 15, 2020, 10:00 PM IST

দিল্লি, 15 সেপ্টেম্বর : ইন্ডিয়া এগেন্স্ট করাপশন মুভমেন্ট (IAC movement) এবং আম আদমি পার্টির মাধ্যমে গণতন্ত্রকে বিকৃত করতে এবং UPA সরকারকে নিচে নামানোই ছিল RSS-BJP-এর অভিসন্ধি । এমনটাই অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । মায়ের স্বাস্থ্য পরীক্ষার কারণে তিনি এখন অ্যামেরিকায় আছেন ।

রাহুল গান্ধি আম আদমি পার্টির প্রাক্তন সদস্য এবং মানব অধিকারের আইনজীবী প্রশান্ত ভূষণের দাবি উদ্ধৃত করে বলেন, কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করতে এবং নিজেদের ক্ষমতায় আনতে আন্দোলনে সিংহভাগ সমর্থন ছিল RSS-BJP-এর । প্রশান্ত ভূষণের মন্তব্য জুড়ে প্রাক্তন কংগ্রেস প্রধান আজ টুইট বার্তায় বলেন, "আমাদের যা জানা ছিল, তা AAP প্রতিষ্ঠাতা সদস্যের কথায় নিশ্চিত হলাম ।"

উল্লেখ্য, জন লোকপাল বিল প্রবর্তনের স্বার্থে 2011 ও 2012 সালে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন ইন্ডিয়া এগেন্স্ট করাপশন মুভমেন্ট খবরের শীর্ষে ছিল । প্রশান্ত ভূষণ ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই আন্দোলনে ছিলেন । 2015 সালে দল বিরুদ্ধ কাজকর্মের জন্যে তাঁকে এবং যোগেন্দ্র যাদবকে একসাথে দল থেকে বের করে দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details