পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড়ের সম্ভাবনা বাজেটে - Nirmala Sitharaman

অটোমোবাইলস থেকে শুরু করে সমস্ত বাজারেই কমেছে চাহিদা ৷ এই পরিস্থিতিতে দেশীয় বাজারে গতি আনতে বড়সড় ছাড় দেওয়া হতে পারে ব্যক্তিগত আয়করে ৷

Income Tax
ফাইল ছবি

By

Published : Jan 22, 2020, 3:15 PM IST

দিল্লি, 22 জানুয়ারি : সাধারণ বাজেটে ব্যক্তিগত আয়করে বড়সড় ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বার্ষিক 7 লাখ পর্যন্ত আয়ে ব্যক্তিগত আয়কর কমিয়ে আনা হতে পারে 5 শতাংশ পর্যন্ত ৷ 7-10 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ব্যক্তিগত আয়কর কমে হতে পারে 10 শতাংশ ৷ সূত্র মারফত এমনই খবর পাওয়া গেছে ৷

1 ফেব্রুয়ারি এই বছরের সাধারণ বাজেট পেশ করতে চলেছে অর্থমন্ত্রক ৷ ব্যক্তিগত আয়করে যে ছাড় দেওয়া হতে পারে, এমন জল্পনা চলছিল অনেকদিন থেকেই ৷ গত বছর থেকে কার্যত প্রায় মুখ থুবড়ে পড়েছে অটোমোবাইলস সংস্থাগুলি ৷ নতুন গাড়ি কেনার হার গত বছরে চোখে পড়ার মতো কমে গেছে ৷ নতুন সাধারণ বাজেটে আয়কর কমলে গাড়ির বাজারেও চাহিদা বাড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ ৷

বর্তমানে 5 লাখ পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হয় না ৷ কিন্তু 5-10 লাখ বার্ষিক আয়ে 20 শতাংশ আয়কর ধার্য করা আছে ৷ 10 লাখের বেশি বার্ষিক আয়ে 30 শতাংশ আয়কর ধার্য করা আছে ৷ এই আয়কর কমলে শুধুমাত্র গাড়ি বাজারেই নয়, সমস্ত ক্ষেত্রেই চাহিদা বাড়বে ৷ আর তাতেই চাঙ্গা হবে দেশীয় অর্থনীতি ৷ এমনই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা ৷

আরও পড়ুন : চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে 4.8 শতাংশ : IMF

কিছুদিন আগেই IMF জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার থাকবে 4.8 শতাংশ ৷ এর আগে অক্টোবরে তারা এই হার 6.1 থাকবে বলে জানিয়েছিল ৷ সম্ভাবনার থেকেও দ্রুত হারে কমেছে আর্থিক বৃদ্ধির হার । এই পরিস্থিতিতে আয়করে ছাড় দেওয়াটা যথেষ্টই সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন দেশের অর্থনীতিবিদদের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details