বেঙ্গালুরু , 11 জানুয়ারি : ভারতের প্রথম আন্তর্জাতিক বিমান, যার ককপিটের সম্পূর্ণ দায়িত্বভার ছিল মহিলা ক্যাপ্টেনদের উপর। সোমবার ভোর পৌনে চারটের সময় সফলভাবে বেঙ্গালুরুর কেম্পেগোডা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল সেই বিমান । সান ফ্রান্সিসকো থেকে আসা এই বিমান সেখানকার স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে আটটায় ভারতের উদ্দেশে রওনা দেয়। টানা 17 ঘণ্টার উড়ানে এয়ার ইন্ডিয়ার এই বিমান কোথাও হল্ট করেনি।
সম্পূর্ণ মহিলা পরিচালিত ককপিটের এই বিমান আজ বেঙ্গালুরুর মাটি ছুঁতেই ইতিহাস তৈরি করে। বাণিজ্যিক স্তরে আন্তর্জাতিক পরিষেবা দেয় এমন ভারতীয় বিমান সংস্থাগুলির মধ্যে, এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ মহিলা পরিচালিত ককপিটের এই বিমান সবচেয়ে দীর্ঘ পথ পেরিয়ে ভারতের মাটি ছুঁয়েছে। প্রায় 16 হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এয়ার ইন্ডিয়ার 176 বিমান।