গুয়াহাটি, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আজ অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা ৷ হাত কেটে রক্ত দিয়ে লিখল পোস্টার ৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিলের সমর্থন করায় ক্ষোভ প্রকাশ করে পড়ুয়ারা ৷ পড়ুয়াদের বিক্ষোভে সামিল হন বিনোদন জগতের অনেকে ৷
আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমজুড়ে বিক্ষোভ
আজ লোকসভায় পেশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছিল এই বিল । বিলের প্রতিবাদে গতরাতের পর আজ সকাল থেকে ফের পথে নামে সাধারণ মানুষ ৷ তিওক, জোরহাটে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা । বিক্ষোভের জেরে সকাল থেকেই যান চলাচল বন্ধ ছিল 37 ও 52 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় ৷