পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ, রক্ত দিয়ে পোস্টার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের - অসম সংক্রান্ত খবর

CAB-র প্রতিবাদে আজ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা ৷ হাত কেটে রক্ত দিয়ে লিখল পোস্টার ৷ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিলের সমর্থন করায় ক্ষোভ প্রকাশ করে পড়ুয়ারা ৷

Gauhati University slit their hands and inked posters with blood
গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ

By

Published : Dec 9, 2019, 8:39 PM IST

Updated : Dec 9, 2019, 11:08 PM IST

গুয়াহাটি, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে আজ অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা ৷ হাত কেটে রক্ত দিয়ে লিখল পোস্টার ৷ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিলের সমর্থন করায় ক্ষোভ প্রকাশ করে পড়ুয়ারা ৷ পড়ুয়াদের বিক্ষোভে সামিল হন বিনোদন জগতের অনেকে ৷

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমজুড়ে বিক্ষোভ

আজ লোকসভায় পেশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছিল এই বিল । বিলের প্রতিবাদে গতরাতের পর আজ সকাল থেকে ফের পথে নামে সাধারণ মানুষ ৷ তিওক, জোরহাটে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা । বিক্ষোভের জেরে সকাল থেকেই যান চলাচল বন্ধ ছিল 37 ও 52 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় ৷

দেখুন ভিডিয়ো...

আরও পড়ুন : NRC ও CAB কয়েনের এপিঠ-ওপিঠ : মমতা

আজ ধেমাজিতে 12 ঘণ্টার অসম বনধের ডাক দেয় অল অসম সুটিয়া স্টুডেন্ট ইউনিয়ন । পাশাপাশি অসমের শিবসাগরে বনধের ডাক দেয় অসম যুব মঞ্চ, অল অসম কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন KMSS ও বীর লচিত সেনা । আগামীকালও অসম বনধেরও ডাক দিয়েছে বহু সংগঠন । নর্থ-ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন (NSEO) আগামীকাল 11 ঘণ্টার বনধের ডাক দিয়েছে ৷

আরও পড়ুন : পেশ নাগরিকত্ব সংশোধনী বিল

Last Updated : Dec 9, 2019, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details