দিল্লি,1 জানুয়ারি : ঘড়ির কাঁটায় ঠিক 12টা । নতুন বছর । শীতে কাঁপছে গোটা শহর । জাতীয় সংগীত গাইতে গাইতে ওঁরা প্রতিবাদ করছিলেন নাগরিকত্ব (সংশোধন) আইনের বিরুদ্ধে ।
অধিকাংশই মহিলা । দু'সপ্তাহ ধরে প্রতিবাদ চলছে । কিন্তু নতুন বছরের প্রাক মুহূর্তে প্রতিবাদীদের কণ্ঠে উচ্চারিত হল জাতীয় সংগীত । এই বিক্ষোভ দুই সপ্তাহ ধরে চলছে ।
৯০ বছর বয়সী আসমা খাতুন জানান, প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শাহীনবাগে বসে থাকেন । তিনি বলেন, "আমরা সংবিধানের জন্য এবং সকল ভাইয়ের পক্ষে লড়াই করছি। যাঁরা আমাদের কাছে প্রমাণ চেয়েছেন তাঁদের কাছে জানতে চাই, আপনার পূর্বপুরুষদের নাম কী ছিল ?"
আর একজন বলেন, "আমাদের সন্তানদের ভবিষ্যৎ নেই। মা হিসাবে তাদের ভবিষ্যত বাঁচাতে প্রতিবাদ করছি । এটা কেবল আমার লড়াই নয় । সংবিধান বাঁচানোর লড়াই ।" ২৪ বছরের সাজিদা খান বলেন, "আমি ২০১৪ সালে স্নাতক হই। ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে আমার প্রতিবাদ ৷ "