দিল্লি, 30 অগাস্ট : কোরোনা ভ্যাকসিন তৈরিতে অনেকদিন আগেই অক্সফোর্ডের সঙ্গে হাত মিলিয়েছে সেরাম । এবার সেরামের সঙ্গে চুক্তিবদ্ধ হল বাংলাদেশের এক ওষুধ প্রস্তুতকারক সংস্থা । তবে, চুক্তি অনুযায়ী ওই সংস্থার তরফে কত টাকা বিনিয়োগ করা হচ্ছে তা এখনও সামনে আসেনি ।
কোরোনার ভ্যাকসিন তৈরি হলেই তা যাতে দেশে দ্রুত পৌঁছায় তার জন্য এই চুক্তি করা হয়েছে বলে জানা গেছে । চুক্তি অনুযায়ী, ভ্যাকসিন তৈরি হয়ে গেলেই প্রথম যে সব দেশে তা পৌঁছে দেওয়া হবে, তার মধ্যে থাকবে বাংলাদেশও । যার জন্যই আদর পুনাওয়ালার সেরামের সঙ্গে চুক্তি করল বাংলাদেশের বেক্সিমকো ফার্মা লিমিটেড ।
বেক্সিমকোর তরফে জানানো হয়, বেক্সিমকোর তরফে আমার নিশ্চিত করছি, বিশ্বে কোরোনা ভ্যাকসিন এলে প্রথম সরবরাহ যে দেশগুলিতে করা হবে, তার মধ্যে থাকবে বাংলাদেশও । এটা শুধুই সেরাম আর বেক্সিমকোর সম্পর্কের গভীরতা প্রমাণ করবে না, প্রমাণ করবে ভারত-বাংলাদেশ সম্পর্কের গভীরতাও ।