মে মাস থেকে উত্তর সিকিম ও পূর্ব লাদাখে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে । সেই পরিস্থিতি ঠিক হওয়ার সম্ভাবনা বড় ধাক্কা খেল । কারণ, ভারত ‘কাভকাজ় 20’ (Caucasus-20) –এ অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে । ‘কাভকাজ় 20’ হল একটি বহু পাক্ষিক তিন সেনার মহড়া, যা আয়োজন করে রাশিয়া । চিন ও পাকিস্তানও অংশগ্রহণ করেছে সেখানে ।
‘কাভকাজ় 20’ নামের ওই সেনা মহড়া আগামী 15 থেকে 27 সেপ্টেম্বর হওয়ার কথা । রাশিয়ার অস্ত্রখান অঞ্চলে সন্ত্রাসবাদী হামলা ও অন্যান্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে মহড়া হওয়ার কথা । সেখানে চিন ও পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে এক যোগে ভারতেরও যোগ দেওয়ার কথা ছিল ।
ভারতের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে সেনার সঙ্গে যুক্ত একটি সূত্র । তবে পরিচয় গোপন রাখার শর্তে তিনি ETV ভারতকে বলেছেন, “ভারত কাভকাজ় 20–এর জন্য নিজেদের সেনা রাশিয়ায় পাঠাবে না । এর দু'টি কারণ রয়েছে । একটা চিনের পরিপ্রেক্ষিত । আর দ্বিতীয়টি COVID-19 প্যানডেমিক ।”
ভারত ও চিনের অংশগ্রহণ রাশিয়ার ভূ-রাজনৈতিক কৌশল ও গুরুত্বকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল । সেখানে ভারতের এই সিদ্ধান্ত এশিয়ার দুই বড় শক্তির মধ্যে মধ্যস্থতা করার জন্য রাশিয়ার উদ্যোগকে অনেকটাই ধাক্কা দিল । বিশেষ করে সমঝোতায় অ্যামেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যোগের ব্যর্থতার নিরিখে এই ধাক্কা খুবই গুরুত্বপূর্ণ ।
সাম্প্রতিক অতীতে ভারত ও চিন, দুই পক্ষই অ্যামেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার বার্তা প্রত্যাখান করেছিল ।
ভারত, অ্যামেরিকা যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে চিন বিরোধী একটি গোষ্ঠী বা চতুর্দেশীয় জোট তৈরি হচ্ছে । ভারত যদি কাভকাজ় 20 -তে যোগদান করত, তাহলে সেই প্রক্রিয়া ধাক্কা খেত ।