রাইপুর (ছত্তিশগড়), 17 নভেম্বর : একই পরিবারের 5 সদস্য়ের অস্বাভাবিক মৃত্য়ুতে শোরগোল পড়ে গেছে ছত্তিশগড়ের রাইপুরে ৷ মঙ্গলবার রাইপুরের কেন্দরি গ্রামের বাসিন্দাদের বিষয়টি নজরে এলে তাঁরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে 5 জনের দেহ উদ্ধার করে ৷ মৃতদের মধ্য়ে 2 জন শিশু ৷ তবে, এটি খুন না আত্মহত্য়া প্রাথমিকভাবে তা বোঝা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ ৷
ছত্তিশগড়ে একই পরিবারের 5 সদস্য়ের রহস্য়মৃত্য়ু - কেন্দরি গ্রাম
মঙ্গলবার সকালে কেন্দরি গ্রামের ওই বাড়ি থেকে কারো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা ৷ এরপর পুলিশ এসে বাড়ির ভিতর থেকে পাঁচজনের দেহ উদ্ধার করে ৷
মঙ্গলবার সকালে কেন্দরি গ্রামের ওই বাড়ি থেকে কারো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা ৷ এরপর পুলিশ এসে বাড়ির ভিতর থেকে পাঁচজনের দেহ উদ্ধার করে ৷ মৃতরা হলেন- কমলেশ সাহু(35), তাঁর মা ললিতা দেবী(60), স্ত্রী প্রমিলা(30), বড় মেয়ে কীর্তি(10) এবং ছোটো ছেলে নরেন্দ্র(6) ৷ পরিবারের বাকি সদস্য়দের বাদ দিয়ে একমাত্র কমলেশ সাহুর দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ সেই থেকে পুলিশের অনুমান, হয়ত কমলেশ পরিবারের বাকিদের মেরে আত্মহত্য়া করেছে ৷ তবে, এনিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু জানাতে নারাজ পুলিশ ৷ বিষয়টি খুনও হতে পারে বলে ধারণা তদন্তকারীদের ৷ দেহগুলি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷
পরে ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করেছে ৷ পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের জন্য়ও তদন্তকারীরা অপেক্ষা করছেন ৷ বিষয়টির গুরুত্ব বিচার করে ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী তমরাধওয়াজ সাহু রাইপুরের SSP-কে ফোন করেন ৷ কী কারণে পরিবারের সকলের মৃত্য়ু হল তা জানতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷