পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবার থাকছে লাদাখের ট্য়াবলো - সাধারণতন্ত্র দিবস

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে লাদাখের ট্য়াবলো ৷ গণতন্ত্রের অনুষ্ঠানের ইতিহাসে যা প্রথমবার হতে চলেছে ৷ 370 ধারা অবলুপ্ত হওয়ার পর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রকাশ ঘটেছে লাদাখের ৷ সাধারণতন্ত্র দিবসে লাদাখের থিকসে মঠের কাঠামো কুচকাওয়াজে দেখানো হবে ৷

in-a-first-ladakh-tableau-to-be-part-of-republic-day-parade
সাধারণতন্ত্র দিবসে প্রথমবার লাদাখের ট্য়াবলো

By

Published : Jan 24, 2021, 6:28 PM IST

দিল্লি, 24 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসে প্রথমবার লাদাখের ট্য়াবলো দেখা যাবে ৷ 370 প্রত্য়াহারের পর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখের থিকসে মঠের কাঠামো সাধারণতন্ত্র দিবসের প্য়ারেডে দেখা যাবে ৷ এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং একথা জানিয়েছেন ৷ লেহ জেলার থিকসে মনাস্ট্রি পর্যটকদের অন্য়তম দর্শন স্থান ৷ তাই থিকসে মনাস্ট্রিকেই প্রথবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

থিকসে মনাস্ট্রি ছাড়াও লেহ-তে অবস্থিত ইন্ডিয়ান অ্য়াস্ট্রোনমি অবজ়ারভেটরি এবছর এই ট্যাবলোতে স্থান পাবে ৷ এই ইন্ডিয়ান অ্য়াস্ট্রোনমি অবজ়ারভেটরি লেহ-র হানলে-তে অবস্থিত ৷ 2019 সালের 5 অগাস্ট কেন্দ্রীয় সরকার 370 ধারা তুলে দিয়ে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয় ৷ তবে, শুধু লাদাখের ট্য়াবলো নয় ৷ এবার ভারতীয় সেনার তিন বিভাগের শক্তি প্রদর্শনও নজরকাড়তে চলেছে ৷ সিআরপিএফ এবং রাফাল যুদ্ধবিমান এবারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হতে চলেছে ৷

আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা যাবে রামমন্দিরের মডেল

পাশাপাশি উত্তরপ্রদেশের ট্য়াবলোতে এবছর রামমন্দিরের নকশা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে ৷ একসঙ্গে সেই ট্য়াবলোতে ভারতীয় সংস্কৃতি, প্রথা ও কলার প্রদর্শন থাকবে ৷

ABOUT THE AUTHOR

...view details