দিল্লি, 22 মে : 135 কোটি মানুষের দেশে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছে মাত্র এক লাখ । আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র এগজ়িকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আজ পর্যন্ত দেশে মৃত্যুর হার মাত্র তিন শতাংশ । 135 কোটি মানুষের দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা মাত্র এক লাখ ।"
তিনি আরও বলেন, "আমি জানি আমি এই বিশ্বব্যাপী সংকটের সময় এই অফিসে প্রবেশ করছি । এটি এমন এক সময়, যখন আমরা সবাই বুঝতে পারি যে আগামী দুই দশকে স্বাস্থ্য সম্পর্কিত অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে । এই সমস্ত চ্যালেঞ্জের জন্য দায়িত্ব ভাগ করে নেওয়াটা জরুরি ।"