দিল্লি, 25 জানুয়ারি : আগামীকাল দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর 122 জন জওয়ান৷ এই প্রথমবার বাংলাদেশ ভারতের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করতে চলেছে৷ আর এর জন্য ভারতের এই পড়শি দেশ গর্বিত৷ এমনই জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মোহতাশিম হায়দার চৌধুরি৷ তিনি এই প্যারেডে বাংলাদেশের বাহিনীকে নেতৃত্ব দেবেন৷
কর্নেল চৌধুরির কথায়, এর মাধ্যমে তাঁরা ভারতের সেই সমস্ত সেনা আধিকারিক-জওয়ানকে সম্মান জানাতে চান, যাঁরা তাঁদের (বাংলাদেশ) স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছিলেন৷
এই বছর ভারতের 72 তম সাধারণতন্ত্র দিবস৷ আবার 2020-21 সালে বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করছে বাংলাদেশ৷ আর এই বছর বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হতে চলেছে৷ এই বছর সুযোগ পাওয়াকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করছেন কর্নেল চৌধুরি৷