পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়ে ভারতীয় সেনাকে ধন্যবাদ দিতে চায় বাংলাদেশ - প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়ে ভারতীয় সেনাকে ধন্যবাদ দিতে চায় বাংলাদেশ

বাংলাদেশের সেনাবাহিনী দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবে৷ এই বিষয়টি নিয়ে আবেগ তাড়িত বাংলাদেশ৷ কারণ, ভারতীয় সেনা তাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল৷

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়ে ভারতীয় সেনাকে ধন্যবাদ দিতে চায় বাংলাদেশ
প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়ে ভারতীয় সেনাকে ধন্যবাদ দিতে চায় বাংলাদেশ

By

Published : Jan 25, 2021, 6:38 PM IST

Updated : Jan 25, 2021, 7:54 PM IST

দিল্লি, 25 জানুয়ারি : আগামীকাল দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর 122 জন জওয়ান৷ এই প্রথমবার বাংলাদেশ ভারতের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করতে চলেছে৷ আর এর জন্য ভারতের এই পড়শি দেশ গর্বিত৷ এমনই জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মোহতাশিম হায়দার চৌধুরি৷ তিনি এই প্যারেডে বাংলাদেশের বাহিনীকে নেতৃত্ব দেবেন৷

কর্নেল চৌধুরির কথায়, এর মাধ্যমে তাঁরা ভারতের সেই সমস্ত সেনা আধিকারিক-জওয়ানকে সম্মান জানাতে চান, যাঁরা তাঁদের (বাংলাদেশ) স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছিলেন৷

এই বছর ভারতের 72 তম সাধারণতন্ত্র দিবস৷ আবার 2020-21 সালে বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করছে বাংলাদেশ৷ আর এই বছর বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্ণ হতে চলেছে৷ এই বছর সুযোগ পাওয়াকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করছেন কর্নেল চৌধুরি৷

ভারতের সাধারণতন্ত্র দিবসে এই নিয়ে তৃতীয়বার অন্য কোনও দেশের সেনা অংশগ্রহণ করতে চলেছে৷ এর আগে 2016 সালে ফ্রান্স অংশ নিয়েছিল৷ আর 2017 সালে অংশ গ্রহণ করেছিল সংযুক্ত আরব আমিরশাহী৷

আরও পড়ুন :নেতাজি না প্রসেনজিৎ! রাষ্ট্রপতি ভবনের পোট্রেটে বিতর্ক

তবে এবার ভারতীয় সেনার কাছেও বিষয়টি খুব আবেগের৷ কারণ, সেনায় এমন অনেকেই আছেন, যাঁদের পরিবারের কেউ না কেউ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলেন৷ যেমন এবারের প্যারেডের সেকেন্ড-ইন-কমান্ড মেজর জেনেরাল অলোক কাকর ৷ তিনি দিল্লি এলাকার চিফ স্টাফ৷ তাঁর বাবা ব্রিগেডিয়ার পি এন কাকর বাংলাদেশের যুদ্ধে অংশ নিয়েছিলেন৷

Last Updated : Jan 25, 2021, 7:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details