পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জয়পুর বিস্ফোরণে দোষী সাব্যস্ত 4, বেকসুর খালাস 1 - জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ

2008 জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ মামলায় 4 জনকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত ৷ বেকসুর খালাস করা হয় একজনকে ৷

Jaipur Bomb blast
প্রতীকী ছবি

By

Published : Dec 18, 2019, 3:03 PM IST

জয়পুর, 18 ডিসেম্বর : 2008 জয়পুর ধারাবাহিক বিস্ফোরণ মামলায় 4 জনকে দোষী সাব্যস্ত করল বিশেষ আদালত ৷ মহম্মদ সাইফ, সলমন, মহম্মদ সারওয়ার আজ়মি এবং সাইফুর রহমানকে দোষী সাব্যস্ত করা হয় ৷ অন্যদিকে বেকসুর খালাস পায় শাহাবাজ় ৷

অভিযুক্ত আরও তিনজনকে রাখা হয়েছে দিল্লির তিহাড় জেলে ৷ অনুমান, শহরের বিখ্যাত পর্যটন কেন্দ্রে বিস্ফোরণের মাস্টার মাইন্ড ইন্ডিয়ান মুজ়াহিদিনের সহ প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকল ৷ রাজস্থান অ্যান্টি টেরোরিস্ট স্কয়্যাডের অনুমান, বিস্ফোরণের সঙ্গে জড়িত আরও দু'জন দিল্লির বাটলা হাউজ় পুলিশের এনকাউন্টারে মারা গেছে ৷

উল্লেখ্য, 2008 সালের 13 মে মোট 8টি ধারাবাহিক বিস্ফোরণ হয়েছিল জয়পুরে ৷ ঘটনায় মারা যান 80 জন ৷ জখম হন 183 জন ৷ এই ঘটনায় মোট 8টি FIR দায়ের হয়েছিল ৷ 4টি চার্জশিট ফাইল হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details