ইসলামাবাদ (পাকিস্তান) , 8 অগাস্ট : কেরালার কারিপুর বিমান দুর্ঘটনায় দুই পাইলটসহ মৃত্যু হয়েছে 18 জনের । জখম হয়েছেন কমপক্ষে 123 জন । এই ঘটনায় গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি, অমিত শাহ, রাহুল গান্ধি টুইট করে শোকপ্রকাশ করেন । শুধু তাই নয় , এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন জাপানের রাষ্ট্রদূত থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।
জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজ়ুকি একটি টুইট করে কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবার ও জখমদের প্রতি সমবেদনা জানিয়েছেন । পাশাপাশি ইড়ুক্কিতে ধসের ঘটনায় 13 জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তিনি ।
গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একটি টুইট করেন । টুইটারে লেখেন , "কেরালায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় অনেক নিরীহ মানুষের প্রাণহানি হয়েছে । এই ঘটনায় আমি শোকাহত । এই কঠিন সময়ে আল্লাহ যেন মৃতদের পরিবারকে শক্তি দেন ।"