নতুন বছরের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে । আর মাত্র কয়েক ঘণ্টা । তারপরই নতুন বছর । ফেলে আসা বছরে হারিয়েছি এমন কয়েকজন ব্যক্তিত্বকে যাঁরা চিরস্মরণীয় হয়ে থাকবেন । এই স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের নিয়েই আমাদের স্মরণ-শ্রদ্ধাঞ্জলি ৷
টি এন সেশন :ভারতের নির্বাচন প্রক্রিয়াকে যিনি আমূল পরিবর্তন করেন তিনি টি এন সেশন । 1990 সালে এই দেশের নির্বাচন ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন । 2019 সালে 10 নভেম্বর টি এন সেশন শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
রবার্ট মুগাবে : জিম্বাবোয়ের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে 2019 সালের 6 সেপ্টেম্বর 95 বছর বয়সে শরীর ত্যাগ করেন । তিনি প্রায় চার দশক জিম্বাবোয়ের ক্ষমতায় ছিলেন ।
কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য :ভারতের প্রথম মহিলা DGP হয়েছিলেন কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য । 1973 ব্যাচের IPS অফিসার ছিলেন তিনি । কাজ থেকে অবসর নিয়ে 2014 সালে তিনি আম আদমি পার্টির হয়ে হরিদ্বার থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । 2019 সালে 26 অগাস্ট তাঁর আকস্মিক প্রয়াণ ঘটে ।
অরুণ জেটলি ও সুষমা স্বরাজ : এই বছরে ভারতীয় রাজনীতিতে দুই নক্ষত্রের পতন হয় । সুষমা স্বরাজ ও অরুণ জেটলি । দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বছরের 24 অগাস্ট দীর্ঘ রোগভোগের পর মাত্র 66 বছর বয়সে পরলোক গমন করেন । অন্যদিকে প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ রাজনীতিতে সক্রিয় থাকতে থাকতেই আকস্মিকভাবে আমাদের ছেড়ে চলে যান 2019 সালে 6 অগাস্ট ।
শ্রীরাম লাগু : মারাঠি নাট্য জগতে শ্রীরাম লাগু স্মরণীয় হয়ে থাকবেন । বিংশ শতকে তিনি মারাঠি নাট্য জগতে আমূল পরিবর্তন করেন । প্রখ্যাত এই নাট্য় ব্যক্তিত্ব 92 বছর বয়সে 2019 সালে 17 ডিসেম্বর শরীর ত্যাগ করেন ।