পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

19-এর নিভে যাওয়া তারা'রা

নতুন বছর মানে নতুন আশা নিয়ে নতুনভাবে পথ চলার অঙ্গীকার । কিন্তু, মুছে ফেলা যায় না পুরোনো বছরকে । প্রতিবছরই কোনও না কোনও বিশেষ ব্যক্তিকে আমরা হারাই । 2019 সালেও কয়েকজন বিশেষ ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেছেন । দেখে নেওয়া যাক একনজরে...

important personalities died in 2019
19-এর নিভে যাওয়া তারা'রা

By

Published : Dec 30, 2019, 7:08 PM IST

Updated : Dec 31, 2019, 12:48 PM IST

নতুন বছরের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে । আর মাত্র কয়েক ঘণ্টা । তারপরই নতুন বছর । ফেলে আসা বছরে হারিয়েছি এমন কয়েকজন ব্যক্তিত্বকে যাঁরা চিরস্মরণীয় হয়ে থাকবেন । এই স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের নিয়েই আমাদের স্মরণ-শ্রদ্ধাঞ্জলি ৷


টি এন সেশন :ভারতের নির্বাচন প্রক্রিয়াকে যিনি আমূল পরিবর্তন করেন তিনি টি এন সেশন । 1990 সালে এই দেশের নির্বাচন ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন । 2019 সালে 10 নভেম্বর টি এন সেশন শেষ নিশ্বাস ত্যাগ করেন ।

রবার্ট মুগাবে : জিম্বাবোয়ের প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে 2019 সালের 6 সেপ্টেম্বর 95 বছর বয়সে শরীর ত্যাগ করেন । তিনি প্রায় চার দশক জিম্বাবোয়ের ক্ষমতায় ছিলেন ।

রবার্ট মুগাবে

কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য :ভারতের প্রথম মহিলা DGP হয়েছিলেন কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য । 1973 ব্যাচের IPS অফিসার ছিলেন তিনি । কাজ থেকে অবসর নিয়ে 2014 সালে তিনি আম আদমি পার্টির হয়ে হরিদ্বার থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন । 2019 সালে 26 অগাস্ট তাঁর আকস্মিক প্রয়াণ ঘটে ।

কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য

অরুণ জেটলি ও সুষমা স্বরাজ : এই বছরে ভারতীয় রাজনীতিতে দুই নক্ষত্রের পতন হয় । সুষমা স্বরাজ ও অরুণ জেটলি । দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বছরের 24 অগাস্ট দীর্ঘ রোগভোগের পর মাত্র 66 বছর বয়সে পরলোক গমন করেন । অন্যদিকে প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ রাজনীতিতে সক্রিয় থাকতে থাকতেই আকস্মিকভাবে আমাদের ছেড়ে চলে যান 2019 সালে 6 অগাস্ট ।

অরুণ জেটলি

শ্রীরাম লাগু : মারাঠি নাট্য জগতে শ্রীরাম লাগু স্মরণীয় হয়ে থাকবেন । বিংশ শতকে তিনি মারাঠি নাট্য জগতে আমূল পরিবর্তন করেন । প্রখ্যাত এই নাট্য় ব্যক্তিত্ব 92 বছর বয়সে 2019 সালে 17 ডিসেম্বর শরীর ত্যাগ করেন ।

শ্রীরাম লাগু

বব উইলিস :ইংল্যান্ডের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও ফাস্ট বোলার বব উইলিসের এই বছরে 4 ডিসেম্বর মারা যান । উইলিসের দক্ষতায় 1982 সালে ইংল্যান্ড ঐতিহাসিক অ্যাসেজ় জয় করে ।

বশিষ্ঠ নারায়ণ সিং :ভারতের অন্যতম শ্রেষ্ঠ গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ 14 নভেম্বর 74 বছর বয়সে মারা যান । আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটিকে তিনি চ্যালেঞ্জ জানান । তাঁর নাম আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে । নাসার সঙ্গেও তিনি কাজ করেন ।

বশিষ্ঠ নারায়ণ সিং

নবনীতা দেবসেন :বাংলা সাহিত্যে নবনীতা দেবসেনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে । সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপ্ত এই লেখিকার সঙ্গে নোবেল পুরস্কার খ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিয়ে হয় । 1976 সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয় । সাহিত্যের নানা অঙ্গনে নবনীতার অবাধ পদচারণা ছিল । 2019 সালে 7 নভেন্বর না-ফেরার দেশে চলে গেলেন কবি-সাহিত্যিক নবনীতা ।

আবদুল কাদির : পাকিস্তানের লেগ স্পিনার আবদুল কাদিরের আকস্মিক মৃত্যু বিশ্ব ক্রিকেটের ক্ষতি করল । পাকিস্তানের লাহোরে এই বছর 6 সেপ্টেম্বর তিনি মারা যান ।

আবদুল কাদির

রাম জেঠমালানি : ভারতের অন্যতম আইনজ্ঞ রাম জেঠমালানি মৃত্যু একটা যুগের শেষ বলা যায় । সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজ্ঞ রাম জেঠমালানি ক্রিমিনাল আইনজ্ঞ হিসাবে খ্যাতি অর্জন করেন । এই বছরে 8 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন ।

মনোহর পর্রিকর : ভারতের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকর বছরে 16 মার্চ মাত্র 63 বছর বয়সে শরীর ত্যাগ করেন । কাশ্মীরের উরিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে 2016 সালে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে । সেই সময় দেশের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন পর্রিকর ।

Last Updated : Dec 31, 2019, 12:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details